প্রকাশিত: ১৫/০৯/২০১৭ ১১:৫৩ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১:৩১ পিএম

ডেস্ক রিপোর্ট ::
বর্তমানে টেকনাফে অবস্থান করছেন একসময়ের জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানী। জয়যাত্রা ফাউন্ডেশনের সঙ্গে রোহিঙ্গাদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করছেন তিনি। মানবিক কারণে সবাইকে পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি। ওমর সানী বলেন, ‘বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় আমাদের মা-বোনরা যখন ভারতে অবস্থান করছিল, তখন তারা কী রকম মানবেতর জীবনযাপন করেছিল আজ এখানে এসে আমি তা অনুভব করছি। এখানে লাখ লাখ রোহিঙ্গা পালিয়ে এসেছে। আমরা এসেছি তাদের পাশে দাঁড়াতে’। জয়যাত্রা ফাউন্ডেশনের পক্ষে টেকনাফ গিয়েছেন জানিয়ে সানী বলেন, ‘আমরা এখানে খাবার, ওষুধ, নিয়ে এসেছি। আসার আগে আমাদের কাছে মনে হয়েছিল, আমরা বোধহয় অনেক কিছু নিয়ে এসছি। কিন্তু এখানে এসে আমাদের মনে হচ্ছে আমরা যা নিয়ে এসেছি, তা খুবই স্বল্প। আমরা কুতুপালং ক্যাম্পে আছি। এখানে এসে আমি যা দেখছি, তা ভাষায় প্রকাশ করার মতো নয়। আমি মন থেকে তাদের দোয়া করি।’ সমাজের সবাইকে পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে সানী বলেন, ‘আপনারা সবাই এগিয়ে আসুন, যার যা আছে তা দিয়ে এই মানুষগুলোর পাশে দাঁড়ান। আমাদের এতটুকু সহযোগিতা পারে এই রোহিঙ্গাদের জীবন বাঁচাতে। আমি চলচ্চিত্রে কাজ করি, এটাই আমার পরিচয়। সবাই আমাকে হিরো বলে ডাকে, আমি আজ রোহিঙ্গাদের পাশে দাঁড়াতে পেরে নিজেকে সত্যিকারের হিরো মনে হচ্ছে।’

এদিকে গত ৪ সেপ্টেম্বর রোহিঙ্গাদের সাহায্যের উদ্দেশ্যে টেকনাফ যান চলচ্চিত্র ও টিভি অভিনেতা সনি রহমান। সে সময় তার সঙ্গে ছিলেন কনফিডেন্ট গ্রুপের হেড অব ব্র্যান্ড ম্যানেজার আসিফ উদ্দিন আরমানী। তারা অসহায় রোহিঙ্গাদেরকে অর্থ সাহায্য করেন, খাবার দেন এবং প্রশাসনিক ভাবে তাদের থাকার জায়গা পেতে সহায়তা করেন। এ প্রসঙ্গে সনি রহমান বলেন, শিল্পী সত্ত্বার পাশাপাশি আমাদেরকে মানবিক হতে হবে। অসহায় মানুষদের সাহায্য করার মানসিকতা গড়ে তুলতে হবে। আমি সব শিল্পীদের অনুরোধ করবো আপনারা যার যার সামর্থ্য অনুযায়ী অসহায় রোহিঙ্গাদের সাহায্যে এগিয়ে আসুন। আমাদের দেশের সরকার ও অন্যান্য বন্ধু রাষ্ট্রের পাশাপাশি সামর্থ্যবানদেরও উচিত এগিয়ে আসা। তাহলেই সকলের মিলিত প্রয়াসে অসহায় রোহিঙ্গারা নিজ নিজ পরিবার নিয়ে ভালো ভাবে বাঁচতে পারবে।

পাঠকের মতামত

নায়িকা নুসরাত ফারিয়া আটক

ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক হয়েছেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। তার বিরুদ্ধে ২০২৪ সালের ...