উখিয়া নিউজ ডটকম::
দুই দিনের রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে আসছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন। সফরে দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে আলোচনার পাশাপাশি কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে যাওয়ার কথাও আছে তার।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায়, আগামী ৯ ফেব্রুয়ারি দুই দিনের সফরে ঢাকায় আসবেন বরিস জনসন।
সফরে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকসহ ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
এছাড়াও মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের দেখতে কক্সবাজারে অবস্থিত শরণার্থী শিবিরগুলোতে যাবেন তিনি।
প্রায় এক দশক পর প্রথম ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী হিসেবে তিনি এ সফরে আসছেন। এর আগে ২০০৮ সালে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড মিলিব্যান্ড ঢাকায় এসেছিলেন।