প্রকাশিত: ২৭/১০/২০২০ ৭:৩৬ এএম

রোহিঙ্গা শরণার্থীদের জন্য ৯৬ মিলিয়ন ইউরো (৯৬০ কোটি টাকা) সহায়তার ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। মানবিক, উন্নয়ন সহযোগিতা ও সংঘাত রোধে চলতি বছর এ অর্থ সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন সংস্থার সংকট ব্যবস্থাপনাবিষয়ক কমিশনার জ্যানেন লেনার্সিক।

সম্প্রতি রোহিঙ্গা শরণার্থীদের জরুরি মানবিক সহায়তার জন্য অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। জাতিসংঘের বিভিন্ন সংস্থা, এনজিও এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর মাধ্যমে ইইউর সহায়তার অর্থ খরচ করা হবে।

এ অর্থের মধ্যে কক্সবাজার জেলার রোহিঙ্গা শরণার্থী ও স্থানীয় জনগোষ্ঠী এবং রাখাইন রাজ্যে স্থানীয়ভাবে বাস্তুচ্যুতদের স্বাভাবিক অবস্থায় প্রত্যাবর্তন ও সামাজিক স্থিতিশীলতা জোরদারের জন্য ৩৯ মিলিয়ন ইউরো বরাদ্দ রয়েছে। এ ছাড়া এ অঞ্চলে স্থিতিশীলতা, শান্তি বজায় রাখা এবং সংঘাত রোধের জন্য সাহায্য হিসেবে সাড়ে পাঁচ মিলিয়ন ইউরো সহায়তা দেওয়া হবে।

পাঠকের মতামত

রোহিঙ্গাদের ৩০ মিলিয়ন ডলারের বেশি সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

রোহিঙ্গা শরণার্থীদের জন্য জনসংখ্যা, শরণার্থী ও অভিবাসন বিভাগ এবং ইউএসএআইডিয়ের মাধ্যমে কক্সবাজার, ভাসানচর এ অঞ্চলের ...