প্রকাশিত: ১৯/০২/২০১৮ ৭:৪৪ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৬:২৭ এএম

উখিয়া নিউজ ডটকম::

উখিয়া-টেকনাফে রোহিঙ্গাশিবিরে ‘ভেজাল’ চাল সরবরাহের ঘটনা দুর্নীতি দমন কমিশন (দুদক) তদন্ত করবে।গতকাল রবিবার কক্সবাজার জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়।

অভিযোগ রয়েছে, রোহিঙ্গাশিবিরে খাদ্যগুদাম কর্তৃপক্ষের যোগসাজশে ‘ভেজাল’ চাল সরবরাহ করে একটি সিন্ডিকেট দিনে কমপক্ষে ১৮ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। গত ১৪ ফেব্রুয়ারি কক্সবাজার সদর উপজেলা পরিষদ সংলগ্ন খাদ্যগুদামের গেট থেকে ৪০০ বস্তার ২০ মেট্রিক টন ‘ভেজাল’ চাল বোঝাই একটি ট্রাক আটক করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা।

এদিকে গত দুই বছর ধরে কক্সবাজার খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে কর্মরত রয়েছেন থোয়াইপ্রু মারমা। এছাড়া রাজিয়া সুলতানা নামে একজন খাদ্য পরিদর্শক ওই গুদামে টানা এক যুগেরও বেশি সময় আছেন। রাজিয়ার পোস্টিং মহেশখালীতে হলেও তিনি তদবির করে কক্সবাজারে অবস্থান করছেন। এ বিষয়ে গতকাল থোয়াইপ্রু মারমা বলেন, ‘রাজিয়া সুলতানার আবেদনের প্রেক্ষিতে তাঁকে ডেপুটেশনে রাখা হয়েছে।’খবর কালেরকন্ঠের

কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নোমান হোসেন প্রিন্স রবিবার সন্ধ্যায় বলেন, ‘আটকের পাঁচ দিনেও ভেজাল চাল বোঝাই ট্রাক এবং চালের খোঁজ নিতে কেউ আসেননি।’

জানা গেছে, রোহিঙ্গাদের জন্য আসা চট্টগ্রামের খাদ্যগুদাম থেকে সংগ্রহ করা উন্নতমানের চালগুলো বাজারে বিক্রি করে খোলাবাজার থেকে সস্তা দামের ‘ভেজাল’ চাল কিনে সরবরাহ করে একটি সিন্ডিকেট। এ নিয়ে গত কয়েকদিন কালের কণ্ঠে একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়।

পাঠকের মতামত