প্রকাশিত: ১০/০৬/২০১৯ ৫:২৮ পিএম

ঢাকা: রোহিঙ্গাদের জন্য ১৮ মিলিয়ন ডলারের তহবিল সংগ্রহ করেছে সংযুক্ত আরব আমিরাত। এমিরেটস রেড ক্রিসেন্ট কর্তৃপক্ষের মাধ্যমে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য এ তহিবল সংগ্রহ করা হয়েছে।

দেশব্যাপী সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে প্রচারণা চালানোর পর বিভিন্ন ব্যক্তি ও দাতব্য প্রতিষ্ঠান এ অর্থ দিয়েছে।

সোমবার (১০ জুন) সংযুক্ত আরব আমিরাত দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানিয়েছে।

এতে বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাতের সর্বস্তরের নেতাকর্মীদের সহায়তায় ও দেশটির প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ানের নির্দেশে এমিরেটস রেড ক্রিসেন্ট কর্তৃপক্ষ এ ক্যাম্পেইন শুরু করেছিল।

আবুধাবি আল-আইন অঞ্চলের শাসক প্রতিনিধি শেখ তাহনোন বিন মোহাম্মদ আল নাহিয়ান এ তহবিলে দিয়েছেন ১ দশমিক ৩৬ মিলিয়ন ডলার। তার স্ত্রী শেখা শামসা বিন জায়েদ আল নাহিয়ানও তহবিলে অর্থ সহায়তা দিয়েছেন।

এবিষয়ে বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত সৈয়দ মোহাম্মদ আল মেহেরী বলেন, এ পর্যন্ত বাংলাদেশ এক মিলিয়ন (১০ লাখ) উদ্বাস্তুকে আশ্রয় দিয়েছে। নারী ও শিশুদেরকে সহায়তা করার উদ্দেশ্যে আমাদের সরকার রোহিঙ্গাদের সাহায্যে অংশ নিতে এবং তাদের দান করার সিদ্ধান্ত নিয়েছে।

তিনি আরও বলেন, রোহিঙ্গাদের বিশুদ্ধ পানি, ওষুধ, প্লাস্টিক শিট ও অস্থায়ী বাড়ি নির্মাণ ও খাদ্য সহায়তা দিয়ে আমরা বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সঙ্গে যোগাযোগ করছি।

রাষ্ট্রদূত বলেন, আমরা গর্ববোধ করি যে সংযুক্ত আরব আমিরাতই প্রথম ইউএনএইচসিআর এর সহায়তায় বাংলাদেশে রোহিঙ্গা নারী ও শিশুদের জন্য মানবিক উদ্যোগ নিয়েছে।

দেশে রোহিঙ্গা সংকট শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই সংযুক্ত আরব আমিরাত নারী ও শিশুদের জরুরি ত্রাণ হিসেবে খাদ্য, আশ্রয় কেন্দ্র, স্বাস্থ্যসেবা দিয়েছে।

২০১৮ সালে রোহিঙ্গাদের ২৪ ঘণ্টা স্বাস্থ্যসেবা দিতে কক্সবাজারে ইউএই-বাংলাদেশ ভলান্টিয়ার ফিল্ড হাসপিটাল করে প্রথম কোনো আরব দেশ।

ঢাকায় অবস্থিত সংযুক্ত আরব আমিরাত দূতাবাস রোহিঙ্গা সংকটের শুরু থেকেই সব ত্রাণ কার্যক্রম পর্যবেক্ষণ করছে।

পাঠকের মতামত

আন্তর্জাতিক সহায়তা বাড়ানোর পাশাপাশি রোহিঙ্গা সংকট সমাধান প্রয়োজন: ড. ইউনূস

রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সহায়তা বাড়ানো এবং ন্যায়সঙ্গত উত্তরণের পথ নিশ্চিত করা প্রয়োজন বলে জানিয়েছেন ...

জাতিসংঘে প্রেসিডেন্ট পদে লড়বে বাংলাদেশ, প্রতিদ্বন্দ্বী ফিলিস্তিন

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করছে বাংলাদেশ। এবারের নির্বাচনে বাংলাদেশের প্রধান প্রতিদ্বন্দ্বী ...

জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাব বিপুল ভোটে পাস

জাতিসংঘ সাধারণ পরিষদে হামাসমুক্ত স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে একটি প্রস্তাব বিপুল ভোটে পাস হয়েছে। ...