প্রকাশিত: ০৩/০৭/২০১৭ ৮:৩৪ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:২৫ পিএম

খালেদ হোসেন টাপু,রামু:: কক্সবাজারের রামুতে বহুল আলোচিত তালিকাভূক্ত কুখ্যাত মাদক সম্রাট মনজুর (৩৮) কে গ্রেফতার করেছে পুলিশ ।

পুলিশ জানিয়েছে শনিবার (১ জুলাই) ভোররাতে রামু থানার ওসি একে এম লিয়াকত আলীর নির্দেশে এস.আই মকবুল ইসলামের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে রাজারকুল পাঞ্জেখানা পশ্চিম ঘোনা পাড়ায় অভিযান চালিয়ে মাদক স¤্রাট মনজুরকে গ্রেফতার করে। সে পাঞ্জেঘানা পশ্চিম ঘোনার পাড়ার মোহাম্মদ নবীর ছেলে।

জানাযায়, মঞ্জুর দীর্ঘদিন ধরে প্রকাশ্যে প্রশাসন, রাজনৈতিক ও জনপ্রতিনিধিকে ম্যানেজ করে জমজমাট চোলাই মদের ব্যবসা দীর্ঘ দিন ধরে চালিয়ে আসছিল। পাশ্ববর্তী নাইক্ষ্যংছড়ির সোনাইছড়ি থেকে এসব বাংলা মদ রামু হয়ে কক্সবাজার শহরে দীর্ঘ যাবৎ পাচার করে আসছে। যার কারণে রামুতে খুচরা মদ বিক্রি বেড়ে যাওয়ায় এলাকার উঠতি বয়সের যুবক স্কুল ও কলেজে পড়–য়া ছাত্ররা বিপদগামী হচ্ছে।

মাদক স¤্রাট মঞ্জুরের রয়েছে বিশাল নেটওয়ার্ক। কিন্তু তার অদৃশ্য শক্তির ইশারায় এসব অপকর্ম থেকে বার বার পার পেয়ে গিয়েছিল মনজুর। প্রতিরাতে পিক-আপ ও জীপ গাড়ি নিয়ে লক্ষ লক্ষ টাকার চোলাই মদ কক্সবাজার শহরসহ বিভিন্ন এলাকায় পাচার করলেও গ্রেফতার করেনি পুলিশ।

এলাকায় মাদক স¤্রাট মনজুরের বিরুদ্ধে সচেতন মহল সোচ্চার হলে প্রশাসনের টনক নড়ে। অবশেষে গ্রেফতার হন মনজুর।

সূত্রে আরো জানা যায় যে, মাদক স¤্রাট মঞ্জুর দীর্ঘ দিন যাবৎ বিভিন্ন সু-কৌশলে মদ পাচারসহ বিভিন্ন অপকর্ম চালিয়ে আসছিল। মঞ্জুর গ্রেফতার হলেও এখনো ধরা ছোঁয়ার বাইরে তার ২০ জনের সিন্ডিকেটের সদস্যারা ।

এব্যাপারে রামু থানার এস.আই মুকিবুল ইসলাম মনজুরকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন আটক মজ্ঞুরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

পাঠকের মতামত

বৈষম্যবিরোধী ছাত্রদের ওপর পুলিশের লাঠিচার্জ, চট্টগ্রাম -কক্সবাজার সড়ক অবরোধ

চট্টগ্রামের পটিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের ওপর পুলিশের লাঠিচার্জে অন্তত ২৫ শিক্ষার্থী আহত হয়েছেন। এর ...

কক্সবাজারের সাবেক জেলা জজ-ডিসিসহ পাঁচজনের বিচার শুরু

কক্সবাজারের মাতারবাড়ি কয়লাবিদ্যুৎ প্রকল্পের জন্য ভূমি অধিগ্রহণ সংক্রান্ত নথি জালিয়াতির মামলায় কক্সবাজারের সাবেক জেলা প্রশাসক ...