প্রকাশিত: ১৫/১২/২০১৭ ৮:২৯ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৯:৩৫ এএম

সোয়েব সাঈদ, রামু::
সড়ক দূর্ঘটনায় নিহত শ্রমিকের পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে রামু নির্মাণ শ্রমিক ইউনিয়ন ঐক্য পরিষদ। আজ শুক্রবার (১৫ ডিসেম্বর) সকালে রামুর রশিদনগর ইউনিয়নের জেটিরাস্তা লামারঘোনা গ্রামের বাসিন্দা সড়ক দূর্ঘটনায় নিহত খালেক এর মায়ের হাতে সহায়তার অর্থ তুলে দেন সংগঠনের নেতৃবৃন্দ।

এসময় রামু নির্মাণ শ্রমিক ইউনিয়ন ঐক্য পরিষদের উপদেষ্টা ছবির আলম, সভাপতি জাফর আলম, সহ সভাপতি জুবাইর, সাধারণ সম্পাদক মাইমুন, অর্থ সম্পাদক করিম, কালু মাঝি সহ অন্যান্য সদস্যবৃন্দ ও নিহত খালেক এর পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য গত সোমবার (১১ ডিসেম্বর) রামুর হাসপাতাল গেইট সংলগ্ন বাইপাস এলাকায় মাইক্রোবাস ও চেয়ারকোচ এর মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারান মাইক্রোবাস যাত্রী খালেক। খালেক ওই এলাকার আজিজুর রহমানের ছেলে। সে নির্মাণ শ্রমিক সহকারি হিসেবে কাজ করতো।

পাঠকের মতামত

নিম্নচাপের প্রভাব: কক্সবাজার সৈকতে ভাঙন, লোকালয়ে জোয়ারের পানি

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে জোয়ারের পানি ঢুকে কক্সবাজারের কুতুবদিয়া, মহেশখালী ও সেন্টমার্টিন দ্বীপের কিছু এলাকা ...

সেন্টমার্টিনে খাদ্য সংকট, লোকালয়ে ঢুকছে জোয়ারের পানি

তিনদিন ধরে টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে সবধরণের নৌযান চলাচল বন্ধ রয়েছে। ফলে সেন্টমার্টিন দ্বীপে নিত্যপ্রয়োজনীয় পণ্যের তীব্র ...