ডেস্ক নিউজ
প্রকাশিত: ১১/০৪/২০২৩ ৪:১২ এএম

কক্সবাজারের রামু উপজেলায় পিকআপ ভ্যানের ধাক্কায় মোহাম্মদ হাসান (২৫) নামের এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ১ জন। সোমবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার রশিদনগর ইউনিয়নের পানের ছড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ হাসান রশিদনগর ইউনিয়নের পানের ছড়া মুড়া পাড়া গ্রামের তৈয়ম গোলালের ছেলে। আহত ব্যক্তির নাম ফয়সাল ।

প্রত্যক্ষদর্শীরা জানান, টেকনাফ থেকে ছেড়ে আসা মাছ বোঝাই পিকআপ ভ্যান পানের ছড়া এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারায়। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে ধাক্কা দেয় পিকআপ ভ্যান। এতে দুজন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোহাম্মদ হাসানকে মৃত ঘোষণা করেন।এ দিকে আহত ফয়সালকে উন্নত চিকিৎসার কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনায় অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়।

রামু হাইওয়ে পুলিশের ওসি মেজবাহ উদ্দিন ঘটনা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পিকআপ ভ্যান ও অটোরিকশা জব্দ করা হয়েছে।

পাঠকের মতামত

উখিয়া অনলাইন প্রেসক্লাবের কার্যকরী কমিটির শেষ সভা অনুষ্ঠিত; দায়িত্বে নির্বাচন কমিশন 

উখিয়া অনলাইন প্রেসক্লাবের ৩৯তম কার্যকরী কমিটির সভা সম্পন্ন হওয়ার মধ্য দিয়ে বর্তমান কমিটির দায়িত্ব শেষ ...

বেপরোয়া আন্তর্জাতিক হুন্ডিচক্র টেকনাফের গফুর সিন্ডিকেট, পাচার হচ্ছে কোটি কোটি টাকা

আন্তর্জাতিক হুন্ডিচক্র টেকনাফের গফুর সিন্ডিকেট হুন্ডির মাধ্যমে অবৈধভাবে বিদেশ ও ইয়াবার টাকা পাচার অব্যাহত রেখেছে। ...