প্রকাশিত: ০৬/০৩/২০১৮ ৭:২১ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:৪৭ এএম

সোয়েব সাঈদ, রামু

রামুতে টমটম চাপায় এক ব্যক্তি প্রাণ হারিয়েছেন। নিহত অরবিন্দু শর্মা (৪৫) রামুর রাজারকুল ইউনিয়নের দেয়াংপাড়া শর্মাপাড়া এলাকার ফনিন্দ্র শর্মার ছেলে। সোমবার (৫ জানুয়ারি) বিকাল সাড়ে পাঁচটায় রামু উপজেলা পরিষদের সামনে রামু-কক্সবাজার সড়কে এ দূর্ঘটনা ঘটে।

রাজারকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুফিজুর রহমান জানিয়েছেন, রাস্তা পারাপারের সময় অরবিন্দু শর্মাকে রামুগামি একটি টমটম (ইজিবাইক) চাপা দেয়। এতে তিনি গুরুতর জখম পান। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সন্ধ্যা সাতটায় কক্সবাজার সদর হাসপাতালে প্রাণ হারান তিনি। এ ঘটনায় টমটম গাড়িতে থাকা আরো কয়েকজন যাত্রীও আহত হয়েছে।

জানা গেছে, নিহত অরবিন্দু শর্মা পেশায় দিনমজুর। তিনি ১ ছেলে, ১ মেয়ের জনক। তার মৃত্যুতে পরিবারের সদস্য ও স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে আসে।

পাঠকের মতামত

পলিথিন মজুত বা বিক্রি করলে আইনগত ব্যবস্থা: র‍্যাবের হুঁশিয়ারি

পলিথিন ব্যাগ ব্যবহার রোধে মাসব্যাপী জনসচেতনতামূলক কার্যক্রম শুরু করেছে র‍্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়ন। এই কার্যক্রমের অংশ ...