কক্সবাজারের রামু খিজারী সরকারি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র আরিফুর রহমান গত শুক্রবার থেকে নিখোঁজ রয়েছে। শুক্রবার জুমার নামাজের পর বাড়ি থেকে বের হওয়ার পর সে আর ফিরে আসেনি।
পারিবারিক সূত্রে জানা গেছে, নিখোঁজ হওয়ার সময় আরিফুরের পরনে ছিল একটি হলুদ রঙের পাঞ্জাবি ও কালো জ্যাকেট। সম্ভাব্য সকল আত্মীয়-স্বজনের বাড়ি ও পরিচিত জায়গায় দীর্ঘ সময় সন্ধান করার পরও তার কোনো হদিস মেলাতে পারেনি পরিবার। একমাত্র ছেলের নিখোঁজ হওয়ার সংবাদে বাবা নুরুল আমিনসহ পরিবারের সদস্যরা ভেঙে পড়েছেন।
আরিফুরের বড় আব্বু মোজাফফর আহমদ জানান, তারা বিষয়টি নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন। কোনো সহৃদয় ব্যক্তি যদি এই কিশোরের সন্ধান পেয়ে থাকেন তবে দ্রুত ০১৮১৫৪৪৯৬৪৪ অথবা ০১৮১৭৭০৩১৩৬ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন তিনি।