সোয়েব সাঈদ, রামু
প্রকাশিত: ১৩/০৪/২০২৩ ১০:৫১ পিএম

কক্সবাজারের রামুতে অভিযান চালিয়ে তিন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১৫ । বৃহস্পতিবার ভোর সাড়ে তিনটায় উপজেলার খুনিয়াপালং দারিয়ারদীঘি এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৮ হাজার পিস ইয়াবা সহ নগদ ৮,৬১,৮০০ শত টাকা উদ্ধার করা হয়েছে।
আটককৃতরা হলেন, উপজেলার খুনিয়া পালং ইউনিয়নের দারিয়াদিঘি মৌলভী পাড়া এলাকার বশির উল্লাহ’র ছেলে নেওয়াজ শরীফ (২৬), মোঃ শরীফ ডালিম (২২) অপরজন একই এলাকার এহসান উল্লাহ’র ছেলে মোঃ কাউছার (২৫)।
বৃহষ্পতিবার বিকেলে র‌্যাব এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রামুর দারিয়ারদিঘি এলাকা থেকে তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এসময় তল্লাশী করে তাদের কাছ থেকে ৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেট এবং ইয়াবা বিক্রয়ের নগদ আট লক্ষ একষট্টি হাজার আটশত টাকা উদ্ধার করা হয়। র‌্যাব আরো জানায় গ্রেফতারকৃত ব্যক্তিরা পরস্পর যোগসাজশে ইয়াবা ট্যাবলেটসহ অন্যান্য মাদক ব্যবসার ডিলার হিসেবে কাজ করে আসছে।
এ ঘটনায় সংশ্লিষ্ট অপরাধীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে রামু থানায় এজাহার দাখিল করা হয়েছে।

পাঠকের মতামত

কক্সবাজারে হচ্ছে ‘বাংলাদেশ সুপ্রিম কোর্ট রিসার্চ ইনস্টিটিউট’

প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেছেন, ন্যায়বিচার পাওয়ার অধিকার বাংলাদেশের সব নাগরিকের রয়েছে, এটা সংবিধানে গ্যারান্টি ...

ইনানীতে হচ্ছে ফায়ার সার্ভিসের পূর্ণাঙ্গ প্রশিক্ষণ কেন্দ্র

অবশেষে কক্সবাজারে হচ্ছে ফায়ার সার্ভিসের পূর্ণাঙ্গ আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র এবং অত্যাধুনিক ফায়ার স্টেশন। অর্থনৈতিক এবং ...