প্রকাশিত: ২৫/০২/২০১৮ ৯:০২ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৬:০৮ এএম

সংবাদ বিজ্ঞপ্তি::

বহুল প্রতীক্ষিত দিনটি অবশেষে ঘনিয়ে এসেছে। চলবে হৈ হৈুল্লুড়। রাত পোহালেই (২৬ জানুয়ারী সোমবার) শুরু হচ্ছে কক্সবাজার উপকূলীয় সাংবাদিক ফোরামের ১ দিনব্যাপি মিলনমেলা। প্রবালদ্বীপ সেন্টমার্টিনে বসছে কক্সবাজার উপকূলীয় সাংবাদিক ফোরামের সাংবাদিকদের এ মিলনমেলা। ভোর নামলেই এই আনন্দযাত্রায় শামিল হবে। কক্সবাজারের তরুণ একঝাঁক সাংবাদিক। এই আনন্দযাত্রার সব প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। সংগঠনের সভাপতি স.ম ইকবাল বাহার চৌধুরী বলেন, জেলার ৮ উপজেলার সদস্যদের সম্মতিক্রমে এবারের ভেন্যু হলো প্রবালদ্বীপ সেন্টমাটিন। তিনি আরোও বলেন, এই মিলনমেলায় কক্সবজার উপকূলীয় সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ ও আমন্ত্রিত অতীতসহ ৩০-৩৫ জন সাংবাদিক অংশ নিচ্ছেন। বিভিন্ন উপজেলার সাংবাদিকরা কক্সবাজারে এসে অবস্থান করছেন। এখন অপেক্ষা শুধু ভোর ৬ টা।

মিলনমেলার প্রধান সমন্বয়কারী কক্সবাজার উপকূলীয় সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক হোবাইব সজীব এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রতিবছরের ধারাবাহিকতায় চলতি বছরও কক্সবাজার উপকূলীয় সাংবাদিক ফোরামের মিলনমেলার আয়োজন করা হয়েছে। সংগঠনের যুগ্ম সম্পাদক ওবাইদুল হক  চৌধুরী জানান, মিলনমেলাকে আনন্দময় ও পরিপূর্ণ করে তোলার জন্য নানা কর্মসূচী রাখা হয়েছে। তার মধ্যে রয়েছে ‘প্রবালদ্বীপের সমস্যা ও সম্ভানা’ শীর্ষক রচনা প্রতিযোগিতা, র‌্যাফল ড্র, প্রীতি ফুটবল ম্যাচসহ আরো কয়েকটি কর্মসূচী। অপরদিকে সাংগঠনিক সম্পাদক আবদুল আলীম নোবেল ও সহ-সাধারণ সম্পাদক এম দিদারুল করিম জানান, সেন্টমার্টিনে এই মিলনমেলায় যাত্রা হবে ভোর সাড়ে ৬ টায়। এর আগে ৬ টা ১৫ মিনিটের মধ্যে সবাইকে কক্সবাজার হোটেল আল-হেরা’স্থ এলাকা হোটেল জামানের সামনে অবস্থান করতে হবে। সেখান থেকে গাড়ীতে উঠতে হবে। এছাড়াও রিং রোড় থেকে সাড়ে ৬ টায় গাড়ি ধরা যাবে। সেখানে সরাসরি টেকনাফে যাত্রা করবে বাস।

পাঠকের মতামত

পলিথিন মজুত বা বিক্রি করলে আইনগত ব্যবস্থা: র‍্যাবের হুঁশিয়ারি

পলিথিন ব্যাগ ব্যবহার রোধে মাসব্যাপী জনসচেতনতামূলক কার্যক্রম শুরু করেছে র‍্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়ন। এই কার্যক্রমের অংশ ...