প্রকাশিত: ০৮/০৪/২০২০ ৩:৪০ পিএম

মুজিবুল হক আজাদ :
প্রিয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এগিয়ে যাওয়া বাংলার বিশ্বস্ত দেশপ্রেমিক উপজেলা নির্বাহী অফিসার যিনি রোহিঙ্গা অধ্যুষিত জনপদে ডায়নামিক কর্মকৌশল নির্ধারন ও বাস্তবায়নের মধ্যদিয়ে সাথে সাথে অত্র উপজেলার
শিক্ষা সংস্কৃতি, ক্রীডা সহ ,সার্বিক অবকাঠামোগত উন্নয়ন,এবং নিজ ঐকান্তিক প্রচেস্টায় ক্যম্পে কর্মরত এনজিওগুলোর সাথে দফায় দফায় প্রচেস্টা চালিয়ে উখিয়ার উন্নয়নের জন্য বিভিন্ন সংস্হাকে প্রকল্প নির্ধারন
করে দিয়ে সেই কাজ আদায় করতে যিনি দৃঢতার
সহিত কাজ চালিয়ে যাচ্ছিলেন , এমন সময়ে সারা বিশ্বের ন্যায় আমাদের দেশেও করোনা মহামারী নামক এক অজানা আতংকিত হয়ে জনগন এক ত্রাহি অবস্হায়। এমন জাতীর ক্রান্তিলগ্নে ও তিনি নিজের জীবনের ঝুকি নিয়ে সকল প্রশাসনকে সাথে নিয়ে আমাদের প্রিয় জন্মভুমির মানুষ কে এই মহামারী থেকে বাচাতে শুরু থেকেই সচেতনতামুলক যে বার্তা সেটা ইতিমধ্যেই উখিয়াবাসির কাছে পৌছে দিতে, তা বাস্তবায়ন করতে নিরবিচ্ছিন কাজ অব্যাহত রাখার
পাশাপাশি ঘর থেকে বের হতে না পারা বিশাল জনগোস্টি দিনমজুর,শ্রমিক,গাডি চালক,বিধবা, মহিলা,শিক্ষক, নিম্ন মধ্যবিত্ত,মধ্যবিত্ত সকল পেশার পরিবার কে সরকারের বরাদ্ধ ছাডা ও বিভিন্ন সংস্হা দ্ধারা ও সহযোগিতার হাত বাডিয়ে দিয়ে নির্ঘুম পরিশ্রম করে যাচ্ছেন এমন কি যারা এসে কোন সহযোগিতা নিতে লজ্বাবোধ করছেন তারা যদি ফোন করে ও বলে আমার পরিবারের অবস্হা ভাল নয় সাথে সাথে পরিচয় গোপন রেখে তিনি ত্রানের প্যকেট নিজের গাডিতে নিয়ে চুটে চলেন সেই ফোন করা পরিবার টির দরজায় গিয়ে কডা নেড়ে , সালাম দিয়ে বলে আমি
নিকারুজ্জামান – ইউএনও,উখিয়া।
আপনার জন্য সামান্য কিছু নিয়ে এসেছি, ঘরে থাকবেন, পরিস্কার পরিচ্ছন্ন থাকবেন,যদি প্রয়োজন হয় আজকের মতো আবার ফোন দেবেন, আমি যা পারি নিয়ে আপনার দরজায় ছুটে আসবো।
উখিয়াবাসির মানবতার দুয়ারে
তিনিই হলেন আমাদের উপজেলা নিবাহি কর্মকর্তা নিকারুজ্বামান সাহেব। “বাপ কা বেটা সীপাহি কা ঘোডা”
কুছ নেহি তো তুডা তুডা”
উনি একজন দেশপ্রেমিক, মুক্তিযোদ্ধা,ও সত্যিকারের মানবতাবাদি রাজনিতিবিদের ঔরষজাত সন্তান ।। স্যলুট স্যার

বিঃদ্রঃ – দেশপ্রেমিক কাকে বলে, মানব সেবা কাকে বলে জাতীর ক্রান্তীলগ্নে মানুষের জন্য কি ভাবে মানবতার জয়গান গাইতে হয়,উখিয়ার তথাকতিথ রাজনিতিবিদদের
শিক্ষা নেওয়া উচিত এই নিকারুজ্বামান
সাহেবের কাছ থেকেই।

লেখক -মুজিবুল হক আজাদ
সভাপতি, উখিয়া উপজেলা যুবলীগ।
লেখকের ফেইসবুক আইডি থেকে নেওয়া

পাঠকের মতামত

গাজীপুরের সাংবাদিক তুহিন হত্যায় সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার’র নিন্দা ও প্রতিবাদ

গাজীপুরে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সংঘবদ্ধ সশস্ত্র সন্ত্রাসী কর্তৃক সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে হত্যার ...

উখিয়া বিএনপির সাবেক যুব বিষয়ক সম্পাদক সাইফুর রহমান সিকদারের বহিষ্কারাদেশ প্রত্যাহার

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি উখিয়া উপজেলা শাখার সাবেক যুব বিষয়ক সম্পাদক সাইফুর রহমান সিকদার এর আবেদন ...

নাইক্ষ্যংছড়িতে নতুন সদস্য ও নবায়ন কর্মসূচীতে জাবেদ রেজাবিএনপি পরিচয়ে চাঁদাবাজ ও টেন্ডারবাজির স্থান নাই

শামীম ইকবাল চৌধুরী, নাইক্ষ্যংছড়ি: বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির, নতুন সদস্য সংগ্রহ ও পুরাতনদের ...