উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ০৫/০৯/২০২৩ ৮:১৭ পিএম

রাঙ্গামাটি প্রতিনিধি
রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান ও ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে।

দীপংকর তালুকদার একাডেমিক ভবন-১ এবং একাডেমিক ভবন-২ এ পাঁচটি বিভাগের স্ব স্ব শ্রেণী কক্ষে নবীন শিক্ষার্থীদের উদ্যেশে কেক কেটে এবং ফুল দিয়ে বরণ করে নেয় বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত শিক্ষার্থীরা।

এরপর বিশ্ববিদ্যালয়ের স্ব স্ব বিভাগের শিক্ষকরা নবীন শিক্ষার্থীদের উদ্দ্যেশ্যে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক নিয়ম কানুন ও বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন ।

এসময় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সেলিনা আখতার, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কাঞ্চন চাকমা, রেজিস্ট্রার মোহাম্মদ ইউসুফ এবং পাঁচটি বিভাগের চেয়ারম্যানগণ, বিভিন্ন বিভাগের শিক্ষকগণ এবং বিশ্ববিদ্যালয়ের অন্যান্য কর্মকর্তারা নবীন বরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত

নিরাপত্তারক্ষীর কাজ করে বিশ্ববিদ্যালয়ে পড়েছেন, এখন বিসিএস ক্যাডার

গল্প-আড্ডায় বিশ্ববিদ্যালয়জীবনটা উপভোগের সুযোগ আবদুল মোত্তালিবের হয়নি। দুপুর গড়ালেই তাঁকে ছুটতে হতো কাজে। অসচ্ছলতার কারণে ...