প্রকাশিত: ০৯/১১/২০১৮ ১০:১১ পিএম

উখিয়া নিউজ ডেস্ক::

মিয়ানমারে নিযুক্ত জাতিসংঘের বিশেষ দূত ক্রিস্টিন এস বার্গনার বলেছেন, রাখাইন রাজ্যের পরিস্থিতি ‘স্বাভাবিক’। রোহিঙ্গাদের প্রত্যাবাসনের যে উদ্যোগ নেওয়া হচ্ছে সেটি শুরু করা যাবে।

শুক্রবার (৯ নভেম্বর) রাত পৌনে ৯টায় কক্সবাজারে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার আবুল কালামের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান।

এর আগে জাতিসংঘের এ বিশেষ দূত মিয়ানমারের রাখাইন রাজ্য ও বাংলাদেশের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা শিবিরের পরিস্থিতি পর্যবেক্ষণ করে। পরে কক্সবাজারে এ বৈঠকে মিলিত হন।

প্রত্যাবাসন কমিশনার আবুল কালাম বলেন, ক্রিস্টিন এস বার্গনারের তথ্যমতে, রাখাইন রাজ্যের বর্তমান পরিবেশ প্রত্যাবাসনের জন্য উপযুক্ত। বাংলাদেশও সেভাবে প্রস্তুতি নিচ্ছে।
নভেম্বরের মধ্যবর্তী স্থানে রোহিঙ্গাদের প্রত্যাবাসন হওয়ার কথা রয়েছে। প্রত্যাবাসনকে সামনে রেখে জাতিসংঘের বিশেষ দূত সেদেশের পরিবেশে পরিস্থিতির সম্পর্কে প্রত্যাবাসন কমিশনারকে জানান।

এর আগে দুপুর সাড়ে ১২ টায় ঢাকা থেকে বিমানে কক্সবাজার আসেন জাতিসংঘের রাষ্ট্রদূত।

পাঠকের মতামত

শিক্ষাপ্রতিষ্ঠানের ড্রেসকোডে ঝুলছে ছাত্রীদের হিজাব

রাজধানীসহ দেশের অধিকাংশ সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নির্ধারিত ড্রেসকোড আছে। এতে বিপাকে পড়ছেন পর্দা করতে চাওয়া ...

কক্সবাজার -চট্টগ্রাম মহাসড়ক নয়, মৃত্যুর পথ: যাত্রীর আতঙ্ক বাড়ছে দিন দিন

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে দিনদিন বাড়ছে সড়ক দুর্ঘটনা। গত কয়েক সপ্তাহে একাধিক প্রাণঘাতী দুর্ঘটনায় বহু হতাহতের ঘটনা ...