প্রকাশিত: ২৬/০৯/২০১৭ ৮:৩০ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১:০৪ পিএম

নিউজ ডেস্ক ::
মিয়ানমারের রাখাইন রাজ্যের একটি গ্রামে কয়েকটি গণকবরের সন্ধান পেয়েছে বলে দাবি করেছে দেশটির সেনাবাহিনী। সেই সব কবর থেকে এ পর্যন্ত ৪৫টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এই খবর জানিয়েছে।
আজ সোমবার দেশটির রাখাইন রাজ্যের একটি গ্রাম থেকে ১৭টি মৃতদেহ উদ্ধার করেছে দেশটির সেনাবাহিনী। এর আগে শনিবার ওই রাজ্য থেকেই ২৮টি মৃতদেহ উদ্ধার করা হয়। সেনাবাহিনীর দাবি, এই হত্যাকাণ্ড চালিয়েছে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা)। তবে আরসা এ দাবি অস্বীকার করেছে।
দেশটির হিন্দুদের অনেকেই দাবি করছে, এই সহিংসতা দেশটির উগ্রবাদী বৌদ্ধরা ও সেনাবাহিনী করেছে।

পাঠকের মতামত

রোহিঙ্গাদের ৩০ মিলিয়ন ডলারের বেশি সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

রোহিঙ্গা শরণার্থীদের জন্য জনসংখ্যা, শরণার্থী ও অভিবাসন বিভাগ এবং ইউএসএআইডিয়ের মাধ্যমে কক্সবাজার, ভাসানচর এ অঞ্চলের ...