প্রকাশিত: ১৫/০৭/২০১৯ ১০:৪৮ এএম

মিয়ানমারে বিদেশি ব্যবসায়ীরা রাখাইন ও চিন রাজ্যে বন্ধ করে রাখা ইন্টারনেট খুলে দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন।

জঙ্গি দমনের নামে ২১ জুন থেকে রাখাইন ও চিন রাজ্যে ইন্টারনেট সেবা বন্ধ রেখেছে মিয়ানমার।

২০ জুন মিয়ানমারের ট্রান্সপোর্ট ও কমিউনিকেশন মন্ত্রণালয় এক নির্দেশে ৪টি টেলিকমিউনিকেশন কোম্পানিকে ইন্টারনেট সেবা বন্ধ রাখার নির্দেশ দেয়।

ইয়াংগুনে ৫টি ইউরোপীয় ব্যবসা গোষ্ঠী ইন্টারনেট খুলে দেওয়ার আহ্বান জানিয়ে বলেছে, এর ফলে সম্প্রতি উন্মুক্ত হওয়া মিয়ানমারের বিদেশি বিনিয়োগ ক্ষেত্র ক্ষতিগ্রস্ত হবে। বিনিয়োগকারীদের মাঝে নেতিবাচক সংকেত যেতে পারে বলেও আশঙ্কা করেছে তারা।

মানবাধিকার সংস্থাগুলো এর সমালোচনা করে বলছে, এর ফলে ওই অঞ্চলের সাধারণ মানুষের জীবনে নিরাপত্তা আরও বিঘ্নিত হতে পারে।

এদিকে মিয়ানমার ৪০ কোটি ডলারের শেয়ার বিদেশি বিনিয়োগকারীদের জন্য ছাড়ার অনুমতি দিয়েছে। ১২ জুলাই মিয়ানমার ইয়াংগুন স্টক এক্সচেঞ্জে (ইএসএক্স) শেয়ারের সরাসরি বিদেশি মালিকানা অনুমোদন করার ঘোষণা দিয়েছে।

পাঁচটি ইউরোপীয় ব্যবসা গোষ্ঠী ইন্টারনেট খোলার অনুরোধ জানিয়ে একটি বিবৃতিতে স্বাক্ষর করেছে।

স্বাক্ষরকারী গোষ্ঠীগুলো হলো মিয়ানমার-নরওয়ে বিজনেস কাউন্সিল, সিসিআই ফ্রান্স-মিয়ানমার, জার্মান-মিয়ানমার ব্যবসায়িক চেম্বার, ইউরো-চেম্বার মিয়ানমার এবং ব্রিটিশ চেম্বার অব কমার্স মিয়ানমার।

পাঠকের মতামত

আন্তর্জাতিক সহায়তা বাড়ানোর পাশাপাশি রোহিঙ্গা সংকট সমাধান প্রয়োজন: ড. ইউনূস

রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সহায়তা বাড়ানো এবং ন্যায়সঙ্গত উত্তরণের পথ নিশ্চিত করা প্রয়োজন বলে জানিয়েছেন ...

জাতিসংঘে প্রেসিডেন্ট পদে লড়বে বাংলাদেশ, প্রতিদ্বন্দ্বী ফিলিস্তিন

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করছে বাংলাদেশ। এবারের নির্বাচনে বাংলাদেশের প্রধান প্রতিদ্বন্দ্বী ...

জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাব বিপুল ভোটে পাস

জাতিসংঘ সাধারণ পরিষদে হামাসমুক্ত স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে একটি প্রস্তাব বিপুল ভোটে পাস হয়েছে। ...