প্রকাশিত: ০১/০৫/২০১৮ ১১:১৮ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৩:২৫ এএম

আন্তর্জাতিক ডেস্ক ::

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রতিনিধিদের সাথে বৈঠক করেছেন মিয়ানমারের রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সু চি। স্থানীয় সময় সোমবার এই বৈঠক অনুষ্ঠিত হয়।

এসময় রোহিঙ্গা ইস্যুতে আইনের শাসনের দূর্বলতার কথা স্বীকার করেন সু চি। রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর নির্যাতনের কোনো প্রমাণ পেলে ব্যবস্থা নেয়ার প্রতিশ্রুতিও দেন তিনি। এরআগে, মিয়ানমারের সেনাপ্রধান জেনারেল মিন অং লাইয়ের সাথেও বৈঠক করে প্রতিনিধি দল।

এদিকে, রোহিঙ্গা নির্যাতনের ঘটনাটি আন্তর্জাতিক অপরাধ আদালতে নিতে নিরাপত্তা পরিষদের প্রতিনিধিদের আহ্বান জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাটির পরিচালক বলেন, রাখাইনে যে জাতিগত নিধনযজ্ঞ চলেছে তাতে কোনো সন্দেহ নেই।

পাঠকের মতামত