প্রকাশিত: ১৫/১২/২০১৯ ১১:৪৮ এএম , আপডেট: ১৫/১২/২০১৯ ১১:৪৯ এএম

সরকারের অর্থনৈতিক উন্নয়নের ভিশন-২০৩০ বাস্তবায়নের জন্য বিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন পেশার মানুষকে নাগরিকত্ব দেয়ার কথা ঘোষণা করেছে সৌদি আরব।
সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ দেয়া রাজকীয় আদেশে এ কথা জানানো হয়েছে।

সৌদির সরকারের অর্থনৈতিক প্রবৃদ্ধি বৃদ্ধির জন্য বিভিন্ন দেশের দক্ষ জনশক্তিকে আকর্ষণ করতেই সৌদি নাগরিকত্বের দেয়ার ঘোষণা দিয়েছে দেশটি।

রাষ্ট্রীয় ওই আদেশে বলা হয়, ইসলামিক চিন্তাবিদ, নিউক্লিয়ার বিশেষজ্ঞ, নবায়নযোগ্য জ্বালানি বিশেষজ্ঞ, মেডিসিন বিশেষজ্ঞ, কম্পিউটার বিজ্ঞানী, তেল শিল্পের এক্সপার্ট, কৃত্রিম বুদ্ধিমত্তা বিশেষজ্ঞ, স্পোর্টস এবং শিল্পী, পরিবেশবিদ এবং মহাকাশ গবেষকদেরকে সৌদি সরকার নাগরিকত্ব দেয়ার আদেশ দিয়েছে।

এইসব পেশার বাইরেও সৌদি সরকারের উন্নয়ন কাজে সহযোগিতা করতে পারবে এমন প্রযুক্তিবিদ ও বিশেষজ্ঞদেরও সৌদি নাগরিকত্ব দেয়া হবে বলে ওই আদেশে বলা হয়।

সৌদি সরকার তেল নির্ভরতা হ্রাস এবং অর্থনৈতিক বিকেন্দ্রীকরণের মাধ্যমে জাতীয় উন্নয়নের স্বার্থেই এ উদ্যোগ বলে জানিয়েছে ওই আদেশে।

পাঠকের মতামত

আন্তর্জাতিক সহায়তা বাড়ানোর পাশাপাশি রোহিঙ্গা সংকট সমাধান প্রয়োজন: ড. ইউনূস

রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সহায়তা বাড়ানো এবং ন্যায়সঙ্গত উত্তরণের পথ নিশ্চিত করা প্রয়োজন বলে জানিয়েছেন ...

জাতিসংঘে প্রেসিডেন্ট পদে লড়বে বাংলাদেশ, প্রতিদ্বন্দ্বী ফিলিস্তিন

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করছে বাংলাদেশ। এবারের নির্বাচনে বাংলাদেশের প্রধান প্রতিদ্বন্দ্বী ...

জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাব বিপুল ভোটে পাস

জাতিসংঘ সাধারণ পরিষদে হামাসমুক্ত স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে একটি প্রস্তাব বিপুল ভোটে পাস হয়েছে। ...