
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস কক্্সবাজার হার্ভার্ড ইন্টারন্যাশনাল কলেজ বিভিন্ন আয়োজনের মাধ্যমে উদযাপন করেন। ভোরে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে বিজয় দিবসের কর্মসূচীর সূচনা হয়। রঙ্গীন পোষ্টার ও বেলুন দিয়ে বর্ণিল আকারে সাঁজানো হয় কলেজ ক্যাম্পাস। উদ্বোধন করা হয় কলেজের দ্বাদশ বিজ্ঞানের ছাত্র মুহাম্মদ ফাহিমের অংকিত বিশ্বের সর্ববৃহৎ যুদ্ধ বিষয়ক চিত্রপ্রদর্শণী। যা ২০১৫ সালে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড হয়েছে। বর্ণাঢ্য উদ্বোধনের পর শুরু হয় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। কলেজ অধ্যক্ষ প্রফেসর সিরাজুল মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রভাষক সিরাজুল কবির, আসমাউল হুসনা, নজরুল ইসলাম, আছিফুল ইসলাম, মাজেদুল হক, মুহাম্মদ রুহুল আমিন, বায়তুর রহিম ও সালাহউদ্দিন। আলোচনা সভা শেষে বিজয় দিবস উপলক্ষে আয়োজিত দেশাত্ববোধক গান, বক্তৃতা ও কবিতা আবৃতি প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন।
পাঠকের মতামত