উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১১/১১/২০২৪ ১০:৩৪ এএম

কক্সবাজার রামু সেনানিবাস ১০ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ আসাদুল্লাহ মিনহাজুল আলম, এনডিইউ, পিএসসি, পিএইচডি মেরিন ড্রাইভের হোটেল সাম্পানের সামনে উত্তরপার্শ্ব থেকে সমুদ্রের পাড় ঘেঁসে হোটেল সাইমন পর্যন্ত প্রস্তাবিত রাস্তা এক্সটেনশন প্রজেক্ট এলাকা পরিদর্শন করেছেন।

রোববার (১০ নভেম্বর) বেলা ১২টায় পরিদর্শনকালে ম্যাপ স্কেচের মাধ্যমে কাজের গুণগত মান ঠিক রেখে দ্রুত সমুদ্রের পাড় ঘেঁসে সী-ওয়াল তৈরি করার নির্দেশনা দেন এবং হোটেল সাম্পান হতে হোটেল সায়মন পর্যন্ত লিংক রোড করার গুরুত্বারোপ করেন। পরবর্তীতে জিওসি কক্সবাজার বিজিবি রিজিয়ন এর উদ্দেশ্যে গমন করেন।

পরিদর্শনকালে ২ পদাতিক ব্রিগেড কমান্ডার, কর্নেল এ্যাডমিন, কর্নেল স্টাফ, ডিসি কক্সবাজার, মেরিন ড্রাইভ প্রজেক্ট ডাইরেক্ট, ৯ ইবি অধিনায়ক, ৯ ইঞ্জিনিয়ার অধিনায়ক, ১০ এফআইইউ ওসি, আরই কক্সবাজার (জাইকা প্রজেক্ট), কক্সবাজার পৌরসভা নির্বাহী প্রকৌশলী, কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) ও অন্যান্য কর্মকর্তাগণ উপস্হিত ছিলেন

পাঠকের মতামত

সিন্ডিকেটের কব্জায় কক্সবাজার সৈকত, চলছে দখলযজ্ঞের মহোৎসব

বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্রসৈকত কক্সবাজার—যা একদিকে প্রকৃতির অমূল্য দান, অন্যদিকে কোটি দেশি-বিদেশি পর্যটকের প্রিয় গন্তব্য। ...

বিতর্কিত মন্তব্যে আলোচিত মুফতি আমীর হামজা কক্সবাজারে: সতর্ক করলো জামায়াত

 বিতর্কিত মন্তব্যের কারণে আলোচিত ইসলামী বক্তা মাওলানা মুফতি আমির হামজা’কে সতর্ক করেছে বাংলাদেশ জামায়াতে ...