ড. ইউনূসের বিরুদ্ধে মামলার বাদী এখন কক্সবাজার দুদকের উপ-পরিচালক
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে ড. মুহাম্মদ ইউনূস ও গ্রামীণ টেলিকমের শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির ...
কক্সবাজারের উখিয়ায় আটক সেই ৩২ জন রোহিঙ্গা তরুণকে মুচলেকা নিয়ে থানা থেকে ছেড়ে দেওয়া হয়েছে। ভবিষ্যতে আর কখনো বিনা অনুমতিতে ক্যাম্প থেকে বের হয়ে কোনো সভা বা বৈঠকে যোগ দেবেন না মর্মে মুচলেকা নেওয়া হয় তাঁদের কাছ থেকে।
উখিয়া থানার ওসি শামীম হোসেন বলেন, আটক তরুণরা গত শুক্রবার বিভিন্ন ক্যাম্প থেকে বিনা অনুমতিতে বের হয়ে পড়েন। পরে তাঁরা উখিয়া উপজেলা সদরের আদালতপাড়ায় অবস্থিত এক জামায়াত নেতার মালিকানাধীন ভবনের একটি ফ্ল্যাটে যান।
সেখানে একটি এনজিওর গোপন প্রশিক্ষণ কোর্সে যোগ দেন রোহিঙ্গা তরুণরা। ওই এনজিওসহ ঘটনাটি নিয়ে তদন্ত চলছে।
পাঠকের মতামত