সেবা, সততা ও শিক্ষার আলো : অনন্য উখিয়ার ইউএনও..
উখিয়ার ইউএনওকে নিয়ে উখিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি সরওয়ার আলম শাহীনের স্টাটাসটি নিম্নে পাঠকদের জন্য তুলে ...

শফিউল আলম
ছোট বেলায় যখন সবার মাঝে
মেধার লড়াইয়ে জিতে যেতাম,
তখন বুক ফুলিয়ে মনে মনে বলতাম,
মুই কি হনু রে!
ক্লাসের সব পড়া যখন
স্যারদের সামনে গড় গড়িয়ে বলে যেতাম,
তখন বুক চেতিয়ে মনে মনে বলতাম,
মুই কি হনু রে!
কৈশোরে, যৌবনে জীবনের বাটে বাটে
যখনি বিদ্যায়,বুদ্ধিতে অন্যকে ডিংগিয়েছি,
তখন শার্টের কলারটি উঁচিয়ে মনে মনে বলতাম,
মুই কি হনু রে!
চাকরির বাজারে লড়ে জিতে বাহারে
চাকরিটি যখনি হাঁকালাম,
তখন বড়াই করে সবে বলতাম,
মুই কি হনু রে!
চাকরির মই বেয়ে যখন
বড় পদে বসলাম,
তখন দৃশ্যত ভাবতে লেগে গেলাম,
মুই কি হনুরে!
বেলাশেষে জীবনের সব পথ পেরিয়ে,
গভীর নিরিখে বুঝিনু,
মুই কিছুই হনু না রে।
লেখক: বিকল্প নির্বাহী পরিচালক, বিশ্বব্যাংক ও সাবেক মন্ত্রীপরিষদ সচিব।
পাঠকের মতামত