প্রকাশিত: ০৭/০৬/২০২০ ৯:২৭ এএম

বাংলাদেশ-মিয়ানমার সিমান্তে মিয়ানমার সেনাবাহিনী ও আরকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) গোলাগুলিতে ২ শীর্ষ আরসা নেতা নিহত হয়েছেন।

শুক্রবার দুপুরে বাংলাদেশ মিয়ানমার সিমান্তের ৩৪ ও ৩৫ নাম্বার সিমান্ত পিলারের মাঝামাঝি এলাকায় এই ঘটনা ঘটে।

মিয়ানমার সেনা বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল জ মেন্ট উ এই ঘটনা গনমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

জ মেন্ট উ এই জানান, সিমান্তের ৩৪-৩৫ নাম্বার পিলার এলাকায় আরকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসার) সাথে মিয়ানমারের সেনা ও পুলিশের গোলাগুলি হয়। এ সময় স্বশস্ত্র শীর্ষ ২ আরসা নেতা গুলিতে নিহত হয়। তাদের আরো ২৫ থেকে ৩০ জন সদস্য পালিয়ে যায়। তাদের মধ্যে অনেকেই আহত হয়েছেন।

এই ঘটনায় মিয়ানমার সেনা ও পুলিশের কয়েকজন আহত হয়েছে বলেও জানিয়েছেন মিয়ানমারের ওই সেনা কর্মকর্তা।

সুত্র: পরিবর্তন

পাঠকের মতামত

রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশ ও মিয়ানমারের উদ্যোগকে স্বাগত জানিয়েছে আসিয়ান

রাখাইন রাজ্যে শান্তি ও স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠার প্রচেষ্টায় মিয়ানমারের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে আসিয়ান পররাষ্ট্রমন্ত্রীরা। পাশাপাশি ...

ফিলিস্তিনপন্থি গ্রুপকে নিষিদ্ধ করার পক্ষে ভোট দিয়েছেন টিউলিপ

যুক্তরাজ্যের পার্লামেন্টে প্রো-প্যালেস্টাইন কর্মসূচির সংগঠন ‘প্যালেস্টাইন অ্যাকশন’কে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত করে নিষিদ্ধ করার প্রস্তাবে ...