
শহিদুল ইসলাম, উখিয়া ::
মিয়ানমারের সামরিক জান্তার নির্যাতনের পালিয়ে বেড়াচ্ছেন রোহিঙ্গা নাগরিক। ওপারের বসবাসকারী রোহিঙ্গাদের মাঝে অজানা আতংকে ভুগছে। মিয়ানমারের নোয়াপাড়া এলাকার মৌলভী আবুল কালামের ছেলে মোঃ একরাম (১৫) গতকাল শুক্রবার দুপুরে উখিয়ার কুতুপালং শরনার্থী শিবির সংলগ্ন রোহিঙ্গা বস্তিতে গেলে তার সাথে দেখা হয়। এসময় প্রতিনিধিকে বলেন, মিয়ানমার থেকে অনেক কষ্টে পালিয়ে এসেছি। নিকট আত্মীয় বলতে কেউ নেয়। গত কোরবানী ঈদে বাড়ীতে গিয়েছিলাম। সেখানে মিলেটারীরা ব্যপক ঘরবাড়ী জালিয়ে পুড়িয়ে দিয়েছে। পাশাপাশি মহিলাদের গণধর্ষণ করছে। পৈত্রিক সম্পত্তি রয়েছে ১২ একর। এছাড়াও ৭টি বড় গরু ও মহিস আছে। বাবা-মা অন্যান্য জনকে ধরে নিয়ে যায় মিলেটারী। কোন রকম নাফ নদী পেরিয়ে বৃহস্পতিবার রাতে কুতুপালং রোহিঙ্গাবস্তিতে আশ্রয় নিয়। বর্তমান বাংলাদেশ সরকারের হস্তক্ষেপ কামনা করেন। গত ২দিন ধরে এক কাপড়ে দিন যাপন করছেন।
পাঠকের মতামত