মিয়ানমারে সংঘাত, থাই সীমান্ত দিয়ে পালালো শতাধিক সেনা
মিয়ানমারে জাতিগত বিদ্রোহীদের তীব্র হামলার জেরে শনিবার (১২ জুলাই) পাঁচশ’র বেশি মানুষ পালিয়ে থাইল্যান্ডে আশ্রয় ...
আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারে কারিগরি ক্রুটির কারণে সামরিক যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে একজন পাইলট নিহত হয়েছে। দেশটির রাজধানী নেপিদো থেকে এক ঘণ্টার দুরত্বে আজ মঙ্গলবার এই দুর্ঘটনা ঘটে। নিহত পাইলটের নাম মেজর আরকার উইন, তাঁর আনুমানিক বয়স ৩০ বছর। খবর এএফপি’র।
পুলিশ সংবাদবার্তা সংস্থাকে বলেন, সিঙ্গেল সিটার এফ-৭ জেট ফাইটার সামরিক বিমানটি বেলা ১০টার দিকে দুর্ঘটনায় পড়ে। দেশটির মধ্য এলাকার একটি গ্রামের ধান ক্ষেতের মধ্যে বিমানটি পড়লে গ্রামবাসী পাইলটকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
পরে, চিকিৎসাধীন অবস্থায় পাইলট মারা যান। দেশটির সেনা প্রধানের দপ্তর থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
পাঠকের মতামত