প্রকাশিত: ২৫/০৩/২০১৮ ১:৪০ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:০১ এএম

উখিয়া নিউজ ডেস্ক::
দুই বছরের এক শিশুকে ধর্ষণ ও হত্যার দায়ে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন মিয়ানমারে একটি আদালত। পিয়িন ও লউইন টাউনশিপের একটি জেলা আদালত এ আদেশ দেন। খরব দ্য ইরাবতীর।
পিয়িন ও লউইন জেলা আদালতের মুখপাত্র হতয়ে হতয়ে মাও বলেছেন, অভিযুক্ত ব্যক্তি ওই শিশুকে ধর্ষণ ও হত্যার কথা স্বীকার করার পর আদালত এ সাজা দেন।

পিয়িন ও লউইন জেলার মাদায়া টাউনশিপের বাসিন্দা কো ফিও হতেত অং মওয়ে কাদেসেইক গ্রামের দুই বছরের ওই শিশুকে ধর্ষণ ও হত্যা করে। পরে ২৩ বছরের ওই যুবককে ১৩ ফেব্রুয়ারি গ্রেপ্তার করা হয়।
১৩ ফেব্রুয়ারি শিশুটির বাবা-মা তাকে দাদীর কাছে রেখে বনে কাঠ সংগ্রহ করতে যায়। কিন্তু পরে তাকে একটি কলা বাগানে অচেতন অবস্থায় খুঁজে পাওয়া যায়। সেখান থেকে তাকে হাসপাতালে নেয়া হলে তার মৃত্যু হয়।
স্থানীয়রা অং-কে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে।
এদিকে আদালত জানিয়েছেন, অং চাইলে আগামী সাত দিনের মধ্যে উচ্চ আদালতে তার সাজার ব্যাপারে আবেদন করতে পারবেন।

পাঠকের মতামত

রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশ ও মিয়ানমারের উদ্যোগকে স্বাগত জানিয়েছে আসিয়ান

রাখাইন রাজ্যে শান্তি ও স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠার প্রচেষ্টায় মিয়ানমারের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে আসিয়ান পররাষ্ট্রমন্ত্রীরা। পাশাপাশি ...

ফিলিস্তিনপন্থি গ্রুপকে নিষিদ্ধ করার পক্ষে ভোট দিয়েছেন টিউলিপ

যুক্তরাজ্যের পার্লামেন্টে প্রো-প্যালেস্টাইন কর্মসূচির সংগঠন ‘প্যালেস্টাইন অ্যাকশন’কে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত করে নিষিদ্ধ করার প্রস্তাবে ...