প্রকাশিত: ২৫/০৩/২০১৮ ১:৪০ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:০১ এএম

উখিয়া নিউজ ডেস্ক::
দুই বছরের এক শিশুকে ধর্ষণ ও হত্যার দায়ে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন মিয়ানমারে একটি আদালত। পিয়িন ও লউইন টাউনশিপের একটি জেলা আদালত এ আদেশ দেন। খরব দ্য ইরাবতীর।
পিয়িন ও লউইন জেলা আদালতের মুখপাত্র হতয়ে হতয়ে মাও বলেছেন, অভিযুক্ত ব্যক্তি ওই শিশুকে ধর্ষণ ও হত্যার কথা স্বীকার করার পর আদালত এ সাজা দেন।

পিয়িন ও লউইন জেলার মাদায়া টাউনশিপের বাসিন্দা কো ফিও হতেত অং মওয়ে কাদেসেইক গ্রামের দুই বছরের ওই শিশুকে ধর্ষণ ও হত্যা করে। পরে ২৩ বছরের ওই যুবককে ১৩ ফেব্রুয়ারি গ্রেপ্তার করা হয়।
১৩ ফেব্রুয়ারি শিশুটির বাবা-মা তাকে দাদীর কাছে রেখে বনে কাঠ সংগ্রহ করতে যায়। কিন্তু পরে তাকে একটি কলা বাগানে অচেতন অবস্থায় খুঁজে পাওয়া যায়। সেখান থেকে তাকে হাসপাতালে নেয়া হলে তার মৃত্যু হয়।
স্থানীয়রা অং-কে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে।
এদিকে আদালত জানিয়েছেন, অং চাইলে আগামী সাত দিনের মধ্যে উচ্চ আদালতে তার সাজার ব্যাপারে আবেদন করতে পারবেন।

পাঠকের মতামত