প্রকাশিত: ১৩/০১/২০১৮ ৭:৫০ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৮:১০ এএম

আন্তর্জাতিক ডেস্ক॥
মিয়ানমারের বৃহত্তম শহর ইয়াঙ্গুনে বৃহস্পতিবার গভীর রাতে তিন দফা ভূমিকম্প আঘাত হেনেছে। এসময় ভূমিকম্পের মাত্রা ছিল যথাক্রমে ৬, ৫ দশমিক ৩ ও ৫ দশমিক ২। এই আঘাতে এখনও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

এ ব্যাপারে মিয়ানমার সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, শুক্রবার সকাল পর্যন্ত কোনো গুরুতর ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

এদিকে, মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, প্রথম কম্পনটি অনুভূত হয়েছিল রাত ১টার সময়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬। ভূপৃষ্ঠ এর গভীরতা ছিল ১০ কিলোমিটার। আর এর কেন্দ্র ছিল ইয়াঙ্গুন থেকে ১৭২ কিলোমিটার এর ২০ মিনিটের মধ্যে ৫ দশমিক ৩ ও ৫ দশমিক ২ মাত্রার দুটি ভূমিকম্প আঘাত হানে। সূত্র: ওয়াশিংটন পোস্ট

পাঠকের মতামত

রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশ ও মিয়ানমারের উদ্যোগকে স্বাগত জানিয়েছে আসিয়ান

রাখাইন রাজ্যে শান্তি ও স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠার প্রচেষ্টায় মিয়ানমারের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে আসিয়ান পররাষ্ট্রমন্ত্রীরা। পাশাপাশি ...

ফিলিস্তিনপন্থি গ্রুপকে নিষিদ্ধ করার পক্ষে ভোট দিয়েছেন টিউলিপ

যুক্তরাজ্যের পার্লামেন্টে প্রো-প্যালেস্টাইন কর্মসূচির সংগঠন ‘প্যালেস্টাইন অ্যাকশন’কে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত করে নিষিদ্ধ করার প্রস্তাবে ...