প্রকাশিত: ১৫/০৭/২০১৮ ৭:৪৫ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১২:৪২ এএম

মিয়ানমারের উত্তরাঞ্চলের কাচিন রাজ্যের একটি পান্না খনিতে ভূমিধসে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এতে আরো অন্তত ৪৫ জন আহত হয়েছেন। শনিবারের (১৪ জুলাই) এ ভূমিধসের ঘটনা ঘটে।

জানা যায়, খনির একটি ঢালে স্থানীয়রা মূল্যবান পান্নার সংগ্রহে অনুসন্ধান করার সময় ভূমিধস হয়। ভূমিধসের সময় অন্তত কাদামাটির নিচে চাপা পড়ে নিহত হন ১৫ জন।

তবে ভূমিধসের ঘটনায় শতাধিক মানুষের প্রাণহানি ঘটতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন দেশটির ক্ষমতাসীন রাজনৈতিক দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসির স্থানীয় এক নেতা।

পাঠকের মতামত