প্রকাশিত: ২৭/০৬/২০২২ ৬:৩৯ পিএম

আগুনে পুড়লো প্রায় সাড়ে ৬৪ কোটি ডলারের মাদক। রোববার, নেশাদ্রব্যের স্বর্গরাজ্য হিসেবে পরিচিত মিয়ানমার নিলো এই উদ্যোগ। খবর বার্তা সংস্থা এপির।

আন্তর্জাতিক মাদক বিরোধী দিবসে, ইয়াঙ্গুনে এ পদক্ষেপ নেয় সামরিক সরকার। ইয়াবা ছাড়াও আগুনে পোড়ানো হয় হেরোইন, গাঁজাসহ আরও বেশ কয়েক ধরনের মাদক এবং কাঁচামাল। বিভিন্ন সময় অভিযান চালিয়ে এগুলো জব্দ করা হয়েছিলো। বিশ্বের অন্যতম মাদক উৎপাদনকারী দেশ মিয়ানমার। সীমান্তঘেষা হওয়ায় বিপুল পরিমাণ ইয়াবা বাংলাদেশেও পাচার করে, মাদক ব্যবসায়ীরা।

তবে কিছু কিছু বিশ্লেষক সতর্ক করে বলেছেন, জান্তা সরকারের এমন পদক্ষেপ একটি রাজনৈতিক কৌশলের অংশ মাত্র। তারা মাদক নিরাময়ের বিষয়ে তেমন আন্তরিক নয়।

পাঠকের মতামত

রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশ ও মিয়ানমারের উদ্যোগকে স্বাগত জানিয়েছে আসিয়ান

রাখাইন রাজ্যে শান্তি ও স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠার প্রচেষ্টায় মিয়ানমারের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে আসিয়ান পররাষ্ট্রমন্ত্রীরা। পাশাপাশি ...

ফিলিস্তিনপন্থি গ্রুপকে নিষিদ্ধ করার পক্ষে ভোট দিয়েছেন টিউলিপ

যুক্তরাজ্যের পার্লামেন্টে প্রো-প্যালেস্টাইন কর্মসূচির সংগঠন ‘প্যালেস্টাইন অ্যাকশন’কে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত করে নিষিদ্ধ করার প্রস্তাবে ...