প্রকাশিত: ২২/০৩/২০১৮ ১২:৩৭ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:০৮ এএম

ডেস্ক রিপোর্ট::
মিয়ানমারের পার্লামেন্টের নতুন স্পিকার হিসেবে উ টি খুন মিয়াট নির্বাচিত হয়েছেন। বুধবার হাউস অব রিপ্রেজেন্টেটিভ-এর স্পিকারের পদ থেকে পদত্যাগ করেন উ উইন মিয়ন্ত।

আর এর ফলে পার্লামেন্টে অচলাবস্থার সৃষ্টি হয়।
বৃহস্পতিবার মিয়ানমারের পার্লামেন্ট সূত্র একথা জানিয়েছে।

বৃহস্পতিবার নেপিদোতে দেশটির পার্লামেন্টে অনুষ্ঠিত এক অধিবেশনে তাকে নির্বাচন করা হয়। উ টি খুন হাউস অব রিপ্রিজেন্টেটিভের সাবেক ডেপুটি স্পিকার ছিলেন।

প্রসঙ্গত, নতুন স্পিকার নির্বাচনের মধ্য দিয়ে উ উইন মিয়ন্ত-এর শূন্যতা পূরণ হলো। উ উইন মিয়ন্ত বুধবার স্পিকারের পদ থেকে পদত্যাগ করায় এ শূন্যতার সৃষ্টি হয়।

সূত্র: সিনহুয়া

পাঠকের মতামত

ইরানের ভয়ে তটস্থ ইসরায়েল!

ইসরায়েলে বড় ধরনের ইরানি ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলা আসন্ন বলে মনে করছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের পাশাপাশি ...