উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১০/১১/২০২৩ ৬:০১ পিএম

চীনের সঙ্গে সীমান্ত অঞ্চলের সহিংসতা কার্যকরভাবে দমন করা না গেলে টুকরো টুকরো হয়ে ভেঙে পড়বে মিয়ানমার। এমন আশঙ্কা করছেন জান্তা সরকারের প্রেসিডেন্ট সুয়ে। দেশটির রাজধানী নেপিডোতে জাতীয় প্রতিরক্ষা এবং নিরাপত্তা পরিষদের এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে এমন আশঙ্কা প্রকাশ করেন তিনি। বৃহস্পতিবার (৯ নভেম্বর) ব্রিটিশ সম্প্রচার মাধ্যম বিবিসি এই খবর জানিয়েছে।

এক প্রতিবেদনে দেশটি রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ‘গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমার’ জানিয়েছে, সম্প্রতি চীনের সঙ্গে সীমান্ত অঞ্চলে সহিংসতা দমনে অকার্যকর ব্যবস্থাপনার কারণে দেশ ভেঙে পড়ার ঝুঁকিতে রয়েছে। এ বিষয়ে জান্তা-শাসিত মিয়ানমারের প্রেসিডেন্ট ইউ মিয়ন্ত সুয়ে বলেন, ‘সীমান্ত অঞ্চলে যে সহিংসতার ঘটনা ঘটছে তা সরকার কার্যকরভাবে দমন করতে না পারলে দেশ টুকরো টুকরো হয়ে ভেঙে পড়বে। তাই এটি খুব সতর্কতার সঙ্গে নিয়ন্ত্রণ করা প্রয়োজন।’

এসময় তিনি আরও বলেন, ‘রাষ্ট্রের জন্য এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ। পুরো জাতিরই এখন তাতমাদোকে (সেনাবাহিনী) সমর্থন করা দরকার।’

তবে সামরিক বাহিনী এ পরিস্থিতি সফলতার সঙ্গে নিয়ন্ত্রণে এনেছে বলে দাবি করেন সামরিক অভ্যুত্থানের নেতা জেনারেল মিং অং হ্লাইং। বৈঠকের শুরুতেই তিনি বলেন, ‘মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি-এমএনডিএএ’র ভয়াবহ হামলা মোকাবিলার পর সামরিক বাহিনী সফলতার সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।’

প্রতিবেদনটিতে বলা হয়, সামরিক বাহিনীর পাল্টা হামলায় এমএনডিএএ’র ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এমএনডিএএ জোটের সদস্যরা জানিয়েছেন, নিপীড়ক সামরিক স্বৈরতন্ত্রকে নির্মূল করতেই তারা হামলা চালিয়েছিল।

২০২১ সালে সামরিক অভ্যুত্থানে অং সান সু চির নির্বাচিত সরকারকে উৎখাত করে ক্ষমতায় আসে সামরিক জান্তা সরকার। এর পর থেকেই কঠিন সময় পার করছে তারা। মিয়ানমারের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল, উত্তর-পশ্চিমাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলে শত শত জান্তা ঘাঁটিতে প্রায়ই হামলা চালাচ্ছে জান্তাবিরোধী বিভিন্ন বিদ্রোহী ও সশস্ত্র জাতিগত গোষ্ঠী। এরই মধ্যে মিয়ানমারের সামরিক বাহিনীকে হটিয়ে মধ্যাঞ্চলীয় একটি জেলা শহর ও উত্তরাঞ্চলের শান রাজ্যের বেশ কয়েকটি সামরিক স্থাপনা দখলে নিয়েছে তারা।

পাঠকের মতামত

মিয়ানমারে জনগণকে ভোট দিতে বাধ্য করতে ‘নৃশংসতা’ চালাচ্ছে জান্তা: জাতিসংঘ

মিয়ানমারের জান্তা আসন্ন সেনা-নিয়ন্ত্রিত নির্বাচনে জনগণকে ভোট দিতে বাধ্য করতে সহিংসতা চালাচ্ছে এবং ভয়ভীতিও প্রদর্শন ...

দিল্লির পর কলকাতাতেও বাংলাদেশ উপদূতাবাসের সামনে বিক্ষোভ

ভারতের নয়াদিল্লির পর এবার কলকাতায় বাংলাদেশের উপদূতাবাসের (ডেপুটি হাইকমিশন) সামনে বিক্ষোভ করেছে হিন্দুত্ববাদী সংগঠনগুলো। মঙ্গলবার ...

ওসমান হাদি হত্যাকাণ্ডের নিন্দা জাতিসংঘ মহাসচিবের, বিচার নিশ্চিতের আহ্বান

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই যোদ্ধা শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের ঘটনায় নিন্দা জানিয়েছেন জাতিসংঘের ...

মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যা মামলার শুনানি জানুয়ারিতে

রাখাইনের রোহিঙ্গা মুসলিম সংখ্যালঘুদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে করা মামলার শুনানি জানুয়ারিতে শুরু হচ্ছে। ...

জেনেভায় রোহিঙ্গা নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক, অগ্রগতি তুলে ধরবে বাংলাদেশ

‘গ্লোবাল রিফিউজি ফোরাম (জিআরএফ) প্রোগ্রেস রিভিউ ২০২৫’ শুরু হচ্ছে সুইজারল্যান্ডের জেনেভায়। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ...