উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১২/০৭/২০২৫ ৪:০৭ পিএম , আপডেট: ১২/০৭/২০২৫ ৫:৫১ পিএম

মিয়ানমারের মধ্যাঞ্চলের একটি বৌদ্ধ মঠে বিমান হামলায় শিশুসহ ২০ জনেরও বেশি বেসামরিক লোক নিহত হয়েছে। শনিবার (১২ জুলাই) একজন জান্তা-বিরোধী যোদ্ধা ও স্থানীয় বাসিন্দার উদ্ধৃতি দিয়ে এএফপি এ খবর জানিয়েছে।

২০২১ সালে সামরিক বাহিনী গণতান্ত্রিক সরকারকে উৎখাত করার পর থেকে মিয়ানমার গৃহযুদ্ধে জর্জরিত এবং মধ্য সাগাইং অঞ্চল বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। জান্তা সরকার সশস্ত্র গোষ্ঠীগুলোকে লক্ষ্য করে বিমান হামলা চালিয়ে গ্রামগুলো ধ্বংস করেছে।

নিরাপত্তার কারণে নাম প্রকাশ না করার অনুরোধকারী একজন জান্তা-বিরোধী যোদ্ধা এএফপিকে জানিয়েছেন, সর্বশেষ ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত ১টার দিকে লিন তা লু গ্রামে। সেখানে আভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত মানুষরা বসবাস করছিলেন। বিমান হামলাটি মঠের হলরুমে আঘাত হানে।

জান্তা-বিরোধী যোদ্ধা বলেন, ২২ জন নিহত হয়েছে, যার মধ্যে তিনজন শিশু এবং আরও দুইজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। তারা ভেবেছিল বৌদ্ধ মঠে থাকা নিরাপদ, কিন্তু সেখানেও তাদের ওপর বোমাবর্ষণ করা হয়েছে।

জান্তা মুখপাত্র জাও মিন তুন এএফপির মন্তব্যের অনুরোধের তাৎক্ষণিকভাবে সাড়া দেননি। একজন স্থানীয় বাসিন্দাও মঠে হামলার ঘটনা নিশ্চিত করেছেন এবং জানান, মঠের হল পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।

তিনি আরও বলেন, বিমান হামলার পর শুক্রবার ভোরে তিনি কিছু মৃতদেহ গাড়িতে বোঝাই করে একটি কবরস্থানে নিয়ে যেতে দেখেছেন। মৃতদের শনাক্ত করতে ছবি তুলতে তিনি যখন কবরস্থানে যান, তখন তিনি ২২টি মৃতদেহ গণনা করেন। অনেকের মৃতদেহের মাথায় আঘাত ছিল অথবা ছিন্নভিন্ন ছিল। দৃশ্য খুবই মর্মান্তিক ছিল।

সাগাইং অঞ্চল চলতি বছরের মার্চ মাসে ৭.৭ মাত্রার ভূমিকম্পে ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়। এতে প্রায় ৩ হাজার ৮০০ জন নিহত এবং ১০ হাজারের বেশি মানুষ গৃহহীন হয়।

ভূমিকম্পের পর জান্তা বাহিনী ও সশস্ত্র যোদ্ধাদের মধ্যে একটি অঘোষিত যুদ্ধবিরতি শুরু হয়েছিল বলে দাবি করা হয়। কিন্তু সংঘর্ষ ও বিমান হামলা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংঘর্ষ পর্যবেক্ষক সংস্থাগুলো।

পাঠকের মতামত

রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশ ও মিয়ানমারের উদ্যোগকে স্বাগত জানিয়েছে আসিয়ান

রাখাইন রাজ্যে শান্তি ও স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠার প্রচেষ্টায় মিয়ানমারের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে আসিয়ান পররাষ্ট্রমন্ত্রীরা। পাশাপাশি ...

ফিলিস্তিনপন্থি গ্রুপকে নিষিদ্ধ করার পক্ষে ভোট দিয়েছেন টিউলিপ

যুক্তরাজ্যের পার্লামেন্টে প্রো-প্যালেস্টাইন কর্মসূচির সংগঠন ‘প্যালেস্টাইন অ্যাকশন’কে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত করে নিষিদ্ধ করার প্রস্তাবে ...

বৈশ্বিক অনুদান কমায় রোহিঙ্গা শিশুদের পড়ালেখার ক্ষতি হচ্ছে

বাংলাদেশের রোহিঙ্গা শরণার্থী শিবিরে শিশু শিক্ষার পরিস্থিতি আরও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে মানবাধিকার সংস্থা হিউম্যান ...