ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৯/০৫/২০২৩ ৭:২৮ এএম , আপডেট: ১৯/০৫/২০২৩ ৭:৩৯ এএম

ভারতের নৌবাহিনীর তিনটি জাহাজ ত্রাণ সামগ্রী নিয়ে বৃহস্পতিবার ইয়াঙ্গুনে পৌঁছেছে। ঘূর্ণিঝড় মোখা আঘাত হানার পর ভারতই প্রথম দেশ হিসেবে প্রতিবেশী দেশটিতে ত্রাণ সহায়তা পৌঁছাল।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বৃহস্পতিবার (১৮ মে) এক ‍টুইটে লেখেন, ঘূর্ণিঝড় মোখা-আক্রান্ত মিয়ানমারের জনগণের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে ভারত। অপারেশন করুণা নামের এই ত্রাণ কার্যক্রমে ভারতের নৌবাহিনীর তিনটি জাহাজ অংশ নিয়েছে। জাহাজ তিনটি ইতোমধ্যে ইয়াঙ্গুনে পৌঁছেছে।

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, আরেকটি জাহাজ ত্রাণ নিয়ে আগামী কাল (শুক্রবার, ১৯ মে) মিয়ানমারে পৌঁছাবে। মিয়ানমারে আমরা ত্রাণ হিসেবে খাদ্য, তাঁবু, প্রয়োজনীয় ওষুধ, পানির পাম্প, বহনযোগ্য জেনারেটর, কাপড়, স্যানিটারি এবং স্বাস্থ্যবিধি আইটেম ইত্যাদি পাঠিয়েছি।

১২ মে দিবাগত রাতে শক্তিশালী ঘূর্ণিঝড় মোখা বাংলাদেশের কক্সবাজার ও মিয়ানমার রাখাইন রাজ্যে আঘাত হানে।

শেষ খবর পাওয়া পর্যন্ত মিয়ানমারে অন্তত ৮১ জন নিহত এবং প্রায় ৮০০ আহত হয়েছে বলে উল্লেখ করা হয়েছে এনডিটিভির এক প্রতিবেদনে। ধ্বংস হয়েছে কয়েক হাজার ঘর-বাড়ি। অন্যদিকে আলজাজিরায় নিহতের সংখ্যা কয়েক শত হতে পারে বলে উল্লেখ করা হয়েছে।

সূত্র: এনডিটিভি

পাঠকের মতামত