প্রকাশিত: ০১/০৭/২০২১ ৯:০৭ এএম

ইরাক যুদ্ধের মূল কারিগর দুইবারের মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ডোনাল্ড রামসফেল্ড ৮৮ বছর বয়সে মারা গেছেন। তিনি সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের মন্ত্রিসভায় প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। নাইন ইলেভেন হামলার পর তথাকথিত ‘সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ’ শুরুর অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি মনে করা হয় তাকে। খবর বিবিসির।

মার্কিন বাহিনী ২০০৩ সালে ইরাকে হামলা চালায়। ওই সময় তারা দাবি করে যে, ইরাকের কাছে গণবিধ্বংসী অস্ত্র রয়েছে। কিন্তু ভয়াবহ সেই যুদ্ধে নির্বাচিত সাদ্দাম হোসেন সরকারকে উৎখাত করে মার্কিন বাহিনী। কিন্তু যুদ্ধ শেষ হওয়ার পর ইরাকে কোনও গণবিধ্বংসী অস্ত্র পাওয়া যায়নি।

ওই হামলার তিন বছর পর পদত্যাগ করেন রামসফেল্ড। তবে তিনি নিজের ওই সিদ্ধান্ত সঠিক ছিল বলে দাবি করেন। যদিও তার এই ভুল সিদ্ধান্তের কারণে ইরাক এবং ওই অঞ্চলে অনেক জটিলতা তৈরি হওয়ায় রামসফেল্ডকে দায়ী করেন অনেক বিশেষজ্ঞ।

বুধবার তার পরিবার জানায়, নিউ মেক্সিকোর টাওস শহরে নিজের বাড়িতে মারা গেছেন রামসফেল্ড। তারা এক বিবৃতিতে জানিয়েছে, সরকারি চাকরিতে ছয় দশকের বেশি সময় ধরে তিনি যে অবিশ্বাস্য অর্জন করেছেন, সেজন্য ইতিহাস হয়তো তাকে মনে রাখবে

পাঠকের মতামত

রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশ ও মিয়ানমারের উদ্যোগকে স্বাগত জানিয়েছে আসিয়ান

রাখাইন রাজ্যে শান্তি ও স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠার প্রচেষ্টায় মিয়ানমারের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে আসিয়ান পররাষ্ট্রমন্ত্রীরা। পাশাপাশি ...

ফিলিস্তিনপন্থি গ্রুপকে নিষিদ্ধ করার পক্ষে ভোট দিয়েছেন টিউলিপ

যুক্তরাজ্যের পার্লামেন্টে প্রো-প্যালেস্টাইন কর্মসূচির সংগঠন ‘প্যালেস্টাইন অ্যাকশন’কে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত করে নিষিদ্ধ করার প্রস্তাবে ...