প্রকাশিত: ২৭/১০/২০১৭ ৯:১৮ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১১:৪৬ এএম

এ.এম হোবাইব সজীব::
মহেশখালীতে উপজেলা যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‌্যালি প্রদক্ষিণ করার মুর্হুতে পুলিশ সভা করতে দেয়নি। কক্সবাজারের মহেশখালীতে ২৭ অক্টোবর শুক্রবার বিকেল ৫ টার সময় এ ঘটনা ঘটে। কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসেবে উপজেলা যুবদলের আয়োজনে ৩৯ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে যোগ দিতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীরা উপজেলা দলীয় কার্যালয়ে জড়ে হতে থাকে। বিকেলের দিকে প্রতিষ্ঠা বার্ষিকীর বিশাল বহর নিয়ে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি সহকারে যুবদলের নেতাকর্মীরা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে সমাবেশ করতে যাওয়ার মুর্হুতে পুলিশ বাঁধা দেয়। পুলিশের বাধাঁ উপক্ষা করে মিছিল করতে চাইলে পুলিশের সাথে যুবদলের নেতাকর্মীদের হাতাহাতির ঘটনা ঘটে বলে জানিয়েছেন নবগঠিত মহেশখালী উপজেলা যুবদলের সভাপতি মোস্তফা কামাল। এক পর্যায়ে পুলিশ লাঠি চার্জ করে ছত্রভঙ্গ করে দিয়ে মহেশখালী যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পগু করে দেয়।

পুলিশ জানায়, প্রশাসনের অনুমতি না নিয়ে রাজপথে র‌্যালি করায় আইনশৃংখলা বিঘ্রন্ন ঘটার আশংকায় মিছিল না করতে নিষেধ করা হয়েছে। লাঠিচার্জের প্রশ্ন উঠে না। জেলা যুবদলের সদস্য আমান উল্লাহ ও কালারমারছড়া যুবদলের সভাপতি আলমগীর হোসেন বলেন, পুলিশ শান্তিপূর্ণ র‌্যালিতে বাঁধায় দিয়ে রাজনৈতিক স্বাধীনতা হরণ করেছে।

জানতে চাইলে উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আমান উল্লাহ আমান বলেন, আমরা যুবদলের ৩৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শান্তিপূর্ণ পরিবেশে সড়ক প্রদক্ষিন করে র‌্যালি নিয়ে দলীয় কার্যালয়ে যাওয়ার মুর্হুতে পুলিশ বিভিন্ন অজুহাত দেখিয়ে যুবদলের হাজার হাজার নেতাকর্মীদের বহরটি পগু করে দেয়। এসময় অর্ধ ডজন নেতাকর্মী আহত হয় বলেও জানান তিনি।

মহেশখালী থানার ওসি তদন্ত শফিকুল ইসলাম দৈনিক আমাদের কক্সবাজারকে বলেন, পূর্ব অনুমতি না থাকায় উপজেলা যুবদলের মিছিলটি না করতে নিষেধ করা হয়েছে।

পাঠকের মতামত

এনজিও সংস্থা সিএনআরএসের ১০ লাখ বাঁশের চারা বিতরণ প্রকল্পে অনিয়ম

কক্সবাজারে জলবায়ু পরিবর্তনে সহনশীলতা গড়ে তোলার লক্ষ্যে সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজ (সিএনআরএস) নামের একটি ...

কক্সবাজার হোটেল মিশুকে জার্মান পর্যটককে লাইনের পানি দিয়ে মিনারেল পানির বিল

কক্সবাজারের হোটেল মিশুকে এক জার্মান পর্যটককে লাইনের পানি দিয়ে মিনারেল পানির বিল ধরিয়ে হয়রানি করার ...

‘ রাখাইনে আরাকান আর্মি রোহিঙ্গাদের উপর ‘যুদ্ধাপরাধ’ করছে ‘ – ফোর্টিফাই রাইটস

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ফোর্টিফাই রাইটস মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি (এএ) কর্তৃক রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর ...