প্রকাশিত: ২২/০৬/২০১৭ ৭:৫৭ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:৫৫ পিএম

ইরাকের মসুলের আল-নুরি মসজিদ বোমা মেরে উড়িয়ে দিয়েছে ইসলামী স্টেট (আইএস)। মার্কিন বিমান মসজিদটি ধ্বংস করেছে বলে এক বিবৃতিতে আইএসের সংবাদ মাধ্যম আমাক জানিয়েছে।

এখানে ২০১৪ সালে আইএস নেতা আবু বকর আল বাগদাদি খিলাফত ঘোষণা করেছিলেন। সেবছর থেকে এখনও মসজিদে আইএসের কালো পতাকা উড়ছে।

বুধবার ইরাকি বাহিনীর কমান্ডার বিবিসিকে জানান, তারা মসুলকে পুনর্নির্মাণের জন্য অভিযান চালিয়ে এগিয়ে যাচ্ছিলেন তারা। বোমা বিস্ফোরণের সময়তারা মসজিদ থেকে ১৫ মিটার দূরে ছিলো।

জাতিসংঘ বলছে যে, আইএস এক লাখেরও বেশি মানুষকে মানব ঢাল হিসেবে ব্যবহার করছিলো।

১৭ অক্টোবর ২০১৬ থেকে হাজার হাজার ইরাকি নিরাপত্তা বাহিনী, কুর্দি পেশমেগা যোদ্ধা, সুন্নি আরব উপজাতি ও শিয়া মিলিশিয়েন, মার্কিন নেতৃত্বাধীন জোটের যুদ্ধপরাধ এবং সামরিক উপদেষ্টারা আইএস’র বিরুদ্ধে আক্রমণাত্মক অবস্থানে ছিলো।

পাঠকের মতামত

রোহিঙ্গাদের ৩০ মিলিয়ন ডলারের বেশি সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

রোহিঙ্গা শরণার্থীদের জন্য জনসংখ্যা, শরণার্থী ও অভিবাসন বিভাগ এবং ইউএসএআইডিয়ের মাধ্যমে কক্সবাজার, ভাসানচর এ অঞ্চলের ...

যুদ্ধবিরতির প্রস্তাবে স্থায়ী যুদ্ধবিরতিসহ তিনটি শর্ত হামাসের

মিশর ও কাতারের মধ্যস্থত গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস তিনটি ধাপ অন্তর্ভুক্ত করতে ...