প্রকাশিত: ২১/১০/২০১৯ ৯:২০ এএম

রোববার (২০ অক্টোবর) ভোলার বোরহান উদ্দিনে সংঘটিত ঘটনার প্রতিবাদে চট্টগ্রামের হাটহাজারীতেও উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। এ ঘটনায় বিকাল ৫টা থেকে ৩ ঘন্টা সড়ক অবরোধ থাকায় চট্টগ্রাম-হাটজাহারী সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। প্রতিবাদ চলাকালে হাটহাজারি মাদ্রাসা সংলগ্ন ‘শ্রী শ্রী সীতাকালী মায়ের মন্দির’ এর গেইটে ইটপাটকেল নিক্ষেপ করার ঘটনাও ঘটে।

তবে হাটহাজারী উপজেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিন তাৎক্ষনিকভাবে বিষয়টি ‘হেফাজতে ইসলাম বাংলাদেশ’ এর নেতাদের জানানোর পর মাদ্রাসা ছাত্ররা মন্দিরের সামনে হাতে হাত রেখে দাঁড়িয়ে মন্দিরটি পাহারা দিতে দেখা যায়।

প্রশাসন সূত্রে জানা গেছে, ভোলার বোরহান উদ্দিনে সংঘটিত ঘটনার প্রতিবাদে বিকাল ৫টার দিকে আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম মাদ্রাসা (হাটহাজারী মাদ্রাসা) থেকে শত শত মাদ্রাসা ছাত্র রাস্তায় নেমে আসে। তারা বিক্ষোভ প্রদর্শন কালে যানবাহন চলাচলে বাঁধা সৃষ্টি করে। পরবর্তীতে স্থানীয় বিএনপি নেতা আব্দুস শুক্কুরের নেতৃত্বে শতাধিক যুবক মাদ্রাসা ছাত্রদের মিছিলে যোগদান করেন। এসময় ইটপাটকেল নিক্ষেপ সহ যানবাহন ও বিভিন্ন স্থাপনায় হামলা চালানো হয়।

জানা গেছে, বিক্ষোভ চলাকালে একদল যুবক মাদ্রাসার পাশে অবস্থিত প্রাচীনতম হিন্দু মন্দিরের গেইটে (শ্রী শ্রী সীতাকালী মায়ের মন্দির) হামলা করার চেষ্টা করে। এসময় হাটহাজারী উপজেলা প্রশাসনের দুই কর্মকর্তা তাদের বাঁধা দিয়ে ব্যর্থ হন। পরবর্তীতে হাটহাজারী উপজেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিনকে বিষয়টি জানানো হলে তিনি হেফাজতে ইসলামের শীর্ষ নেতাদের সাথে ফোনে কথা বলেন। ইউএনও রুহুল আমিনের অনুরোধে তাৎক্ষণিক হেফাজতে ইসলামের নেতারাও মন্দিরের সামনে ছুটে আসেন। এসময় মাদ্রাসা ছাত্রদের হাতে হাত রেখে মন্দিরটির সামনে অবস্থান নিতে দেখা যায়।

হাটহাজারী সার্কেলের এএসপি আব্দুল্লাহ আল মাসুম দেশরিভিউকে বলেন, ‘পুলিশ ও স্থানীয় প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করেছে। বিক্ষোভের কারণে দীর্ঘ সময় সড়ক বন্ধ থাকলেও রাত ৮টার পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে।

প্রসঙ্গত, ভোলায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের আইডি হ্যাকড করে দেওয়া এক পোস্ট নিয়ে সৃষ্ট ঘটনাকে কেন্দ্র করে পুলিশের গুলিতে চারজন নিহত হন। ঐ ঘটনার প্রতিবাদে হাটজাহারীতে মাদ্রাসার ছাত্ররা এ বিক্ষোভ মিছিল বের করে এবং সড়ক অবরোধ করে। সড়ক অরোধকালে হাটজাহারী সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।

পাঠকের মতামত

টেকনাফে ঘুষ ছাড়া ট্রান্সফরমার বদল নয়; পবিসের নিম্নস্তরের কর্মকর্তাদের টাকা আদায়ের অভিযোগ

সাধারণত অতিরিক্ত লোড এবং প্রকৃতিগত সমস্যার কারণে পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার নষ্ট হয়ে থাকে। আর নষ্ট ...

কক্সবাজারের ইউএনওকে গ্রেফতার করতে বললো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা পরিচয় দেয়া পর্যটক

জাহাজযোগে সেন্টমার্টিন যেতে যাত্রাবিলম্ব হওয়ায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ১‘প্রশাসনিক কর্মকর্তা’ দাবি করে কক্সবাজার সদর উপজেলা নির্বাহী ...

সমুদ্র বুকে নির্মাণাধীন বিমানের রানওয়ে উচ্ছেদের সুপারিশ বিআইডব্লিউটিএ’র

কক্সবাজার বিমান বন্দর রানওয়ে সম্প্রসারণ প্রকল্পের সমুদ্র বুকে রানওয়ে নিমার্ণের জন্য স্থাপিত জেটিসহ অন্যান্য স্থাপনা ...