প্রকাশিত: ১৯/০৮/২০১৮ ২:১৮ এএম

ডেস্ক রিপোর্ট : ঢালিউডের লাস্যময়ী নায়িকা পরীমনি। ক্যারিয়ারের সামান্য সময়ে অনেক ছবিতে কাজ করেছেন তিনি। তার মধ্যে বেশ জনপ্রিয় হয়েছে তার সবশেষ অভিনীত সিনেমা ‘স্বপ্নজাল’।

এদিকে ছবিটির পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। এরপর থেকে সম্ভাবনার দিকে ছুটছেন তিনি। কিন্তু ছবিটিতে অভিনয় করে এতটা জনপ্রিয়তা পাবেন তা বুঝতে পারেননি পরীমনি নিজেই।

‘স্বপ্নজাল’র পর থেকে সর্বত্রে ছড়িয়ে পড়েছে পরীর নাম! তাই হয়ত মন্ত্রীর নজরেও পড়ে গেছেন তিনি! যার কারণে মন্ত্রীর বউ হতে চলেছেন পরীমনি! তবে বাস্তবে নয়, তার বউ হওয়া হচ্ছে পর্দায়। চলচ্চিত্রে এবার তিনি মন্ত্রীর বৌ চরিত্রে অভিনয় করবেন।

এদিকে, গত বছর রেলমন্ত্রী মুজিবুল হক ৬৭ বছর বয়সে বিয়ের পিঁড়িতে বসেন। এরপর থেকে তাকে নিয়ে কম আলোচনা হয়নি। ওই সময় ধারা মাল্টিমিডিয়ার কর্ণধার আবুল হোসেন মজুমদার (মন্ত্রীর কাছের মানুষ) জানিয়েছিলেন, ‘মন্ত্রীর বিয়ে’ শিরোনামের একটি চলচ্চিত্রের প্রযোজনা করবেন তিনি। এটির পরিচালনা করবেন জি সরকার।

এই ছবিতে অভিনয়ের জন্য তার পছন্দ-অপছন্দের কথাও বলেছেন তিনি। সে পছন্দের তালিকায় প্রযোজক জানিয়েছেন চিত্রনায়ক আলমগীর ও পরিমনির কথা। এদিকে গেলো বছরের ডিসেম্বরে মহরতের মাধ্যমে ছবিটির শুটিং শুরু হওয়ার কথা থাকলেও তা এখনো হয়ে উঠেনি।

তবে প্রযোজক আবুল হোসেন আশা প্রকাশ করেছেন, আগামী বছরের শুরুতে তিনি এই ছবির কাজ শুরু করবেন।
সূত্র : ডেইলি বাংলাদেশ

পাঠকের মতামত

নায়িকা নুসরাত ফারিয়া আটক

ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক হয়েছেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। তার বিরুদ্ধে ২০২৪ সালের ...

সেলিব্রিটি ক্রিকেট লিগে অশ্লীলতা: লিগ্যাল নোটিশ পাঠালেন সুপ্রিম কোর্টের আইনজীবী

বিনোদন ও ক্রিকেটের সংমিশ্রণে আয়োজিত সেলিব্রিটি ক্রিকেট লিগ এবার মোড় নিয়েছে নতুন বিতর্কের। খেলার চেয়ে ...

বিয়ে করলেন জামিল-মুনমুন

বর-কনে রূপে ছবি পোস্ট করলেন অভিনয়শিল্পী জামিল-মুনমুন। বিয়ে করেছেন ছোট পর্দার এ দুই অভিনয়শিল্পী। ৬ ...