প্রকাশিত: ০৬/০৫/২০১৮ ৮:৪১ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৩:১৪ এএম

সৌদি আরব প্রতিনিধি::
সৌদি আরবের মদিনা শহরের একটি হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় ১৫ ওমরা পালনকারী নিহত হয়েছেন। এ সময় আহত হন কমপক্ষে আরো ১৩০ জন। শনিবার (৫ মে) এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

শহরের পূর্বঞ্চলের একটি হোটেলে শনিবার বিকেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। হোটেলটিতে বিভিন্ন দেশের ওমরা পালনকারীরা অবস্থান করছিলো।

তবে ওই হোটেলের নাম এখনো জানা যায়নি। এছাড়া আগুনে হতাহতদের পরিচয় প্রকাশ করেনি কর্তৃপক্ষ।

হোটেলটিতে বিভিন্ন দেশ থেকে ওমরা পালন করতে আসা অন্তত ৭০০ জন অবস্থান করছিলো। তাদের অধিকাংশই পাকিস্তান, মিসর, ইরাক ও সিরিয়ার নাগরিক। ওমরা শেষে তারা ওই হোটেলে অবস্থান করছিলো।

পাকিস্থানি এক দৈনিক পত্রিকা প্রতিবেদনে বলা হয়েছে, আগুন ছড়িয়ে পড়ার কিছুক্ষণ মধ্যে তা নিয়ন্ত্রণে আনা হয়। এবং আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করার পর বাকিদের অন্য হোটেলে স্থানান্তর করা হয়।

অগ্নিকাণ্ডের কারণ জানার চেষ্টা করছে কর্তৃপক্ষ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হোটেলটির ১৪ তলার একটি কক্ষের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

পাঠকের মতামত