প্রকাশিত: ১১/০৪/২০২০ ৮:৪৯ এএম

করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ রোধে সৌদি আরবের পবিত্র মদিনা নগরীর কিছু এলাকায় চলাফেরার বিষয়ে কঠোর বাধানিষেধ আরোপ করা হয়েছে।

পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত পূর্ণকালীন (২৪ ঘণ্টা) লকডাউনের নির্দেশনা জারি করেছে মদিনা কর্তৃপক্ষ। নির্দেশনা অনুযায়ী এই এলাকাগুলো হতে বের হওয়া বা প্রবেশ করা সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। এমনকি ঘর থেকে বের হওয়াও যাবে না। শুক্রবার (১০ এপ্রিল) এই নির্দেশনা জারি করা হয়েছে।

এলাকাগুলো হলো-পবিত্র মদিনা নগরীর অভ্যন্তরীণ আস শুরাইবাত, বনী যুফার, কুরবান, আল জুময়া, আল ইসকান, বানী খুদরা।

নির্দেশনায় বলা হয়েছে, জরুরি খাদ্য সহায়তার জন্য হিউম্যান রিসোর্স মন্ত্রণালয়ের কর্মীরা পর্যায়ক্রমে সেখানে টহলে থাকবেন। আর জরুরি ওষুধসহ চিকিৎসা সেবা সরবরাহের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মীরা থাকবেন। এছাড়া এই এলাকাগুলোতে চব্বিশ ঘণ্টা হোম ডেলিভারি সার্ভিস চলমান থাকবে।

সৌদি স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, ইদানীং লেবার ক্যাম্পে বিদেশি শ্রমিকদের আক্রান্তের ফলে সেখানে করোনা আক্রান্তের ঘটনা বৃদ্ধি পেয়েছে।

বর্তমানে এই ক্যাম্পে করোনায় আক্রান্তের সংখ্যা ৩৬৪ জন। এই অবস্থায় বিভিন্ন লেবার ক্যাম্পে অবস্থানরত কিংবা যেখানে প্রবাসী কর্মীরা একসঙ্গে অবস্থান করছেন, তাদের সতর্ক করা হয়েছে।

পাঠকের মতামত

রোহিঙ্গাদের ৩০ মিলিয়ন ডলারের বেশি সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

রোহিঙ্গা শরণার্থীদের জন্য জনসংখ্যা, শরণার্থী ও অভিবাসন বিভাগ এবং ইউএসএআইডিয়ের মাধ্যমে কক্সবাজার, ভাসানচর এ অঞ্চলের ...