প্রকাশিত: ৩০/১২/২০১৯ ৮:৩১ এএম

মাত্র দুই বছরে সাতটি ছবিতে নিজের নাম লেখিয়েছেন তরুণ প্রজন্মের আলোচিত অভিনেত্রী পূজা চেরি। এরই মধ্যে মুক্তি পেয়েছে পূজার চারটি ছবি। আসছে ভালোবাসা দিবসে মুক্তি পেতে যাচ্ছে পূজার আরো একটি ছবি‘জ্বীন’। নাদের চৌধুরী পরিচালিত এই ছবিতে অভিনেতা আব্দুন নূর সজলের বিপরীতে অভিনয় করবেন পূজা। জাজ মাল্টিমিডিয়া প্রযোজনায় ‘জ্বীন’ ছবিটি মুক্তি পাবে ২০২০ সালের ১৪ ফেব্রুয়ারি। তবে এই ছবিটি মুক্তির আগে বড় দুঃসংবাদ পূজাকে নিয়ে। জানা গেছে, তার শরীরে ভর করছে ভূত! এরপরেই স্বামী ও প্রতিবেশীর জীবন অতিষ্ঠ করে ছাড়বেন পূজা! যখন তখন যে কাউকেই ভয় দেখাবেন তিনি। তবে বাস্তবে নয় জ্বীন ভর করবে সিনেমায়। পূজার ছবি ‘জ্বীন’-এ তাকে দেখা যাবে এমন চরিত্রে। ছবিটির গল্পে দেখা যাবে, নায়ক সজলকে ভালোবেসে বিয়ে করেন পূজা।

পাঠকের মতামত

নায়িকা নুসরাত ফারিয়া আটক

ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক হয়েছেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। তার বিরুদ্ধে ২০২৪ সালের ...