
নিউজ ডেস্ক::
বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের সঙ্গে বাংলাদেশ বৌদ্ধ নাগরিক ঐক্যের বৈঠক অনুষ্ঠিত হবে শনিবার (৩০ সেপ্টেম্বর)। এদিন বিকেল চারটায় গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের বৈঠকটি অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন বিএনপির মহাসচিব ও জোট সমন্বয়ক মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘রোহিঙ্গা সমস্যা দ্রুত সমাধানের লক্ষ্যে ও সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে করণীয় বিষয়ে আলোচনা হবে। এতে বিএনপি জোটের শীর্ষ নেতারা অংশ নেবেন।’
পাঠকের মতামত