
বিশেষ প্রতিনিধি,উখিয়া নিউজ ডটকম::
উখিয়ার বিভিন্নস্থানে হাত বাড়ালেই মিলছে নানা মাদকদ্রব্য। পাচারকারী ও সেবনকারীর সংখ্যা বেড়েছে আশংকাজনকভাবে। ফলে এলাকায় চুরি, ডাকাতি, ছিনতাই, জমি-জমা নিয়ে সংঘর্ষ, পারিবারিক বিরোধ, নারীর উপর সহিংসতার মতো অপরাধজনিত ঘটনা বৃদ্ধি পাওয়ায় উখিয়ায় আইনশৃংখলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব ও সচেতনমহল।
উখিয়ার রত্নাপালং ইউনিয়নের সাবেক রুমখাঁ পল্লানপাড়া গ্রামে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গুরুতর আহত হাসেম উদ্দিন (২২) সাংবাদিকদের জানান, এলাকার কতিপয় নেশাখোর আকতার হোসেন(২৫), শফি আলম (২৬) ও সুরুত আলম (৩০) সহ ৪/৫জন দুর্বৃত্ত পল্লানপাড়া জামে মসজিদের সোলার প্যানেল চুরি করে নিয়ে যায়। পরে গ্রামবাসী তাদের ঘরে তল্লাশি চালিয়ে চুরি যাওয়া সোলার প্যানেল উদ্ধার করে। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে দুর্বৃত্তরা তাকে প্রকাশ্যে ছুরিকাঘাত করে। ঘটনাটি ঘটেছে শনিবার সকালে ১০টার দিকে।
গত শুক্রবার মধ্যরাতে ১৮/২০জনের সশস্ত্র ডাকাতদল হলদিয়াপালং ইউনিয়নের পতুয়াবাদ গ্রামের গরু ব্যবসায়ী রশিদ আহমদের বাড়িতে হামলা চালিয়ে বাড়িঘর ভাংচুর করে লুটপাট চালানোর সময় গ্রামবাসী দা,কুড়াল. লাঠি নিয়ে এগিয়ে এলে ডাকাতেরা পালিয়ে যায়। উখিয়া থানার অফিসার ইনচার্জ এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ডাকাতরা পালিয়ে যায়।
এর আগে ২০ ডিসেম্বর একই গ্রামের প্রবাসী বেলাল উদ্দিনের বাড়িতে ২০/২৫জনের সশস্ত্র ডাকাতদল পুলিশ পরিচয়ে বাড়িতে ঢুকে লুটপাট চালায়। বাধা দিতে গেলে ডাকাতদের কিরিচ ও ছুরিকাঘাতে গৃহকর্তাসহ অন্তত ১০জন আহত হয়। বেলাল উদ্দিন সাংবাদিকদের জানান, ডাকাতেরা প্রায় ১৫লাখ টাকার মালামাল লুটপাট করে নিয়ে গেছে। এ ব্যাপারে জানতে চাওয়া হলে উখিয়া থানার অফিসার ইনচার্জ মো. আবুল খায়ের জানান, ওই মামলায় ২ আসামি গ্রেফতার রয়েছে।
২২ডিসেম্বর রাত ১০টার দিকে বালুখালী সড়ক ও জনপদ বিভাগের পরিত্যাক্ত ভবনে ৭/৮জন রোহিঙ্গা ডাকাতির উদ্দেশ্যে শলাপরামর্শ করছিল। খবর পেয়ে র্যাব-৭ এর সদস্যরা হানা দিলে ডাকাতেরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যেতে থাকে। এসময় র্যাব সদস্যরা ধাওয়া করে মিয়ানমারের বুচিডং গ্রামের রোহিঙ্গা নাগরিক রশিদুল্লাহ (২৭)কে গ্রেফতার করে। র্যাব-৭ এর কোম্পানি কমান্ডার মেজর রুহুল আমিন জানান, ধৃত ডাকাতের নিকট থেকে ১টি বন্দুক উদ্ধার করা হয়েছে।
২৩ ডিসেম্বর ভোর রাত ৩টার দিকে কক্সবাজার-টেকনাফ সড়কের হোয়াইক্যং মিনা বাজার এলাকায় অস্ত্রধারী ডাকাতদল রাস্তায় গাছ ফেলে ১৫টি যানবাহনে লুটপাট চালায়।
২৩ ডিসেম্বর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আইনশৃংখলা কমিটির সভায় সংসদ সদস্য আব্দুর রহমান বদি ক্ষোভ প্রকাশ করে বলেন, এলাকায় ডাকাতি, খুন, সন্ত্রাসী, মাদকাসক্ত, ছিনতাইসহ নানা রকম অপরাধমূলক ঘটনা বেড়ে গেছে। যা আইনশৃংখলা পরিস্থিতির অবনতির সামিল। এ ব্যাপারে তিনি উখিয়া থানার অফিসার ইনচার্জকে আরো দায়িত্ববান হওয়ার পরামর্শ দেন।
পাঠকের মতামত