প্রকাশিত: ১০/০৪/২০১৮ ১০:২৭ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:২০ এএম

নিউজ ডেস্ক::
প্রথমবারের মতো রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে কক্সবাজার যাচ্ছেন মিয়ানমারের একজন মন্ত্রী।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, মিয়ানমারের দুর্যোগ ব্যবস্থাপনা ও পুনর্বাসনবিষয়ক মন্ত্রী ড. উইন মিয়াত বুধবার কক্সবাজারে একাধিক রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন। তাকে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি পর্যন্ত ঘুরিয়ে আনার পরিকল্পনা রয়েছে।

সূত্র জানায়, বুধবার সকালে নেপিদো থেকে ঢাকা হয়ে কক্সবাজার যাবেন উইন মিয়াত। সেখানে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে আবারও ঢাকায় ফিরে আসবেন তিনি।

পরে বৃহস্পতিবার তিনি পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠক করবেন।

গত বছরের ২৫ আগস্টের পর রাখাইনে রোহিঙ্গাদের ওপর মিয়ানমার সেনাবাহিনী গণহত্যা শুরু করে। এতে গত ছয় মাসে সাত লাখেরও বেশি রোহিঙ্গা প্রাণভয়ে বাংলাদেশে পালিয়ে আসে। এরই মধ্যে বিভিন্ন দেশের মন্ত্রী এবং আন্তর্জাতিক সংস্থার উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন। তবে এবারই প্রথম মিয়ানমারের একজন মন্ত্রী রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন।

পাঠকের মতামত