প্রকাশিত: ১৫/০৮/২০১৯ ১:৫৫ পিএম

বিনোদন ডেস্কঃ
বিয়ে করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী দিলশাদ নাহার কনা। তিনমাস আগে বিয়ে হলেও বুধবার (১৪ আগস্ট) পিবিএ কে বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন কনা।

বরের নাম গোলাম মো. ইফতেখার। বন্ধুমহলে তিনি গহীন নামে পরিচিত। পেশায় ব্যবসায়ী। কনা বলেন, গত ২১ এপ্রিল বিয়ে করেছি। একেবারে ঘরোয়া পরিবেশে পারিবারিক সদস্যদের নিয়ে। পরে বিবাহোত্তর সংবর্ধনার সময় বড় আয়োজনে অনুষ্ঠান করব।

দীর্ঘ সাত বছর গহীনের সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন কনা। সর্বশেষ পারিবারিকভাবে বিয়ের কাজটি সেরেছেন তারা। বিয়ের খবর খুব একটা প্রচার হোক তা দুই পরিবারের কেউই চাননি। এজন্য বিয়ের বিষয়টি এতদিন জানাননি বলেও দাবি এই শিল্পীর।

পাঠকের মতামত

নায়িকা নুসরাত ফারিয়া আটক

ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক হয়েছেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। তার বিরুদ্ধে ২০২৪ সালের ...