প্রকাশিত: ২০/১১/২০১৭ ৯:৫০ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১০:৪৯ এএম

 

সোয়েব সাঈদ, রামু

বিসিএস ক্যাডারদের বিএ-৬৪তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স সম্পন্ন হয়েছে। ৬মাস ব্যাপী এ কোর্সে অংশগ্রহনকারি সেরা ১জনকে ডিজি এ্যাওয়ার্ড এবং ৪জন প্রশিক্ষণার্থীকে ‘ক্রেষ্ট অব অনার’ প্রদান করা হয়েছে। এতে ৪র্থ হয়ে সম্মাননা পুরস্কার পেয়েছেন রামুর কৃতি সন্তান, নারায়নগঞ্জ জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসলিমুন নেছা।

গত রবিবার (১৯নভেম্বর) সকালে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমী কুমিল্লায় অনুষ্ঠিত প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে তাসলিমুন নেছা সহ শ্রেষ্ঠ প্রশিক্ষণার্থীদের ক্রেষ্ট অব অনার প্রদান করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের সচিব মাফরুহা সুলতানা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমী (বার্ড) এর মহাপরিচালক মো. মওদুদুর রশিদ সরদার। চলতি বছরের ২৩ মে শুরু হওয়া এ প্রশিক্ষণ চলে ১৯ নভেম্বর পর্যন্ত।

উল্লেখ্য প্রশিক্ষণ কোর্সে ক্রেষ্ট অব অনার অর্জনকারি তাছলিমুন নেছা রামুর কাউয়ারখোপ ইউনিয়নের মনির আহমদের কন্যা এবং কক্সবাজার জেলা পরিষদের হিসাব রক্ষক মো. আবদুল মান্নান ও ছড়–য়া সম্পাদক ছড়াকার কামাল হোসেনের ছোট বোন।

পাঠকের মতামত

সেন্টমার্টিনে খাদ্য সংকট, লোকালয়ে ঢুকছে জোয়ারের পানি

তিনদিন ধরে টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে সবধরণের নৌযান চলাচল বন্ধ রয়েছে। ফলে সেন্টমার্টিন দ্বীপে নিত্যপ্রয়োজনীয় পণ্যের তীব্র ...

এনজিও সংস্থা সিএনআরএসের ১০ লাখ বাঁশের চারা বিতরণ প্রকল্পে অনিয়ম

কক্সবাজারে জলবায়ু পরিবর্তনে সহনশীলতা গড়ে তোলার লক্ষ্যে সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজ (সিএনআরএস) নামের একটি ...