প্রকাশিত: ২৭/০৩/২০১৯ ১২:৫৪ পিএম

ডেস্ক রিপোর্ট ::
বিশ্বের সর্বোচ্চ উঁচু ভবন দুবাইয়ের বুর্জ খলিফায় বাংলাদেশের লাল-সবুজের পতাকার আদলে আলোকসজ্জা প্রদর্শন করা হয়েছে। বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে ২৬ মার্চ (মঙ্গলবার) স্থানীয় সময় রাত ৯টা ৪০ মিনিটে এই আলোকসজ্জার ব্যবস্থা করা হয়। সেখানে আলোকসজ্জা প্রদর্শন ২৫ সেকেন্ড স্থায়ী ছিল। এ সময় সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত বাংলাদেশিরা উল্লাসে মেতে ওঠেন।

বুর্জ খলিফার উচ্চতা দুই হাজার ৭১৬ ফুট। ১৬৯ তলাবিশিষ্ট ভবনটি সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট খলিফা বিন জায়েদ আল নাহইয়ানের নামে নামকরণ করা হয়েছে। বুর্জ খলিফায় বিভিন্ন দেশের জাতীয় দিবস ও গুরুত্বপূর্ণ বিষয়কে কেন্দ্র করে আলোকসজ্জার মাধ্যমে একাত্মতা পোষণ করা হয়। আবার কখনও বিভিন্ন দেশের ব্যবসায়ী প্রতিষ্ঠান নিজ উদ্যোগে এমন আয়োজন করে থাকে।

এই প্রথমবারের মতো ২৬ মার্চ লাল-সবুজের রঙ মাখলো বিশ্বের সবচেয়ে উঁচু ভবন। এ সময় আলোকসজ্জা দেখতে আসা প্রবাসীরা উল্লাস প্রকাশ করেন। প্রবাসীরা আরব আমিরাত সরকারকে ধন্যবাদ জানান। দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুমের প্রশংসা করে প্রবাসীরা বলেন, ‌‘বাংলাদেশের প্রতি তিনি যে সম্মান দেখালেন তাতে আমরা মুগ্ধ ও কৃতজ্ঞ।’

পাঠকের মতামত

আন্তর্জাতিক সহায়তা বাড়ানোর পাশাপাশি রোহিঙ্গা সংকট সমাধান প্রয়োজন: ড. ইউনূস

রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সহায়তা বাড়ানো এবং ন্যায়সঙ্গত উত্তরণের পথ নিশ্চিত করা প্রয়োজন বলে জানিয়েছেন ...

জাতিসংঘে প্রেসিডেন্ট পদে লড়বে বাংলাদেশ, প্রতিদ্বন্দ্বী ফিলিস্তিন

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করছে বাংলাদেশ। এবারের নির্বাচনে বাংলাদেশের প্রধান প্রতিদ্বন্দ্বী ...

জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাব বিপুল ভোটে পাস

জাতিসংঘ সাধারণ পরিষদে হামাসমুক্ত স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে একটি প্রস্তাব বিপুল ভোটে পাস হয়েছে। ...