সেন্টমার্টিন মাস্টার প্ল্যানের খসড়া প্রকাশ, মতামত পাঠানোর আহ্বান
সেন্টমার্টিন দ্বীপে পর্যটন নিয়ন্ত্রণ, পরিবেশ সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্যে প্রস্তুতকৃত সেন্টমার্টিন মাস্টার ...

জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কারিগরি ত্রুটি দেখা দিয়েছে। আজ বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাত ৮টার পর থেকে বিশ্বজুড়ে বেশ কিছু দেশে ব্যবহারকারীরা সমস্যার সম্মুখীন হচ্ছেন।
জানা গেছে, ওয়েবসাইট ডাউন ডিটেক্টরে ফেসবুকে করিগরি ত্রুটি ধরা পড়েছে। তবে সমস্যার কথা এখনও স্বীকার করেনি ফেসবুক কতৃপক্ষ।
ব্যবহারকারীরা বলছেন, রাত ৮টার পর থেকে ফেসবুকে নিউজফিড পুরোপুরিভাবে দেখা যাচ্ছে না। মেসেঞ্জার কাজ করলেও বার্তা আদান-প্রদানে সমস্যা হচ্ছে। অনেক ব্যবহারকারী সঠিক ইউজার ও পাসওয়ার্ড দিয়েও ফেসবুকে প্রবেশ করতে পারছেন না বলে জানিয়েছেন। তারা বলছেন, ফেসবুকে প্রবেশ করার সময় সঠিক ইউজার ও পাসওয়ার্ড দিলেও ফেসবুকে প্রবেশ করা যাচ্ছে না। ওয়েবসাইট ডাউন ডিটেক্টর সুত্রে জানা যায়, রাত ৮টার পর থেকে থেকে বিশ্বের বিভিন্ন দেশে শুরু হয় এ সমস্যা।
পাঠকের মতামত