প্রকাশিত: ০৯/০৬/২০১৮ ৯:২৭ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ২:০৩ এএম

ডেস্ক রিপোর্ট::
রাশিয়া বিশ্বকাপ শুরু হবার প্রহর গুনছে সকল ফুটবলপ্রেমী। আর মাত্র ৬ দিন পরেই মাঠে গড়াবে বিশ্বকাপ।
কিন্তু তার আগেই বিশ্বকাপের অফিসিয়াল থিম সংয়ের ভিডিও রিলিজ দিল ফিফা।
ইতোমধ্যেই ইউটিউবে গানটি ১৭ মিলিয়নের বেশি বার শোনা হয়েছে। উইল স্মিথের সাথে সেই গানে কণ্ঠ দিয়েছেন পপস্টার নিকি জ্যাম আর এরা এস্ত্রাফি। এর আগে ‘লিভ ইট আপ’ নামে গানটির অডিও রিলিজ দেওয়া হয় ফিফা থেকে।

বিশ্বকাপকে কেন্দ্র করেই পুরো ভিডিও সাজানো হয়েছে। আর চমক হিসেবে গানে কেমিও দিয়েছেন ২০০২ বিশ্ব চ্যাম্পিয়ন দল ব্রাজিলের সুপারস্টার রোনালদিনহো।

পাঠকের মতামত

লাইফ সাপোর্টে তামিম ইকবাল

তামিম ইকবালের অবস্থা খুবই সংকটাপন্ন। আইসিইউতে লাইফ সাপোর্টে নেয়া হয়েছে তাকে। ডাক্তাররাও তার বিষয়ে কোনো ...